আমদাবাদ : শানদার শতরান শুভমান গিলের (Subhman Gill)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত শতরানের সুবাদে অরেঞ্জ ক্যাপের তালিকায় দুই নম্বরে পৌঁছে গেলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ব্যাটার।


প্রথমে ২২ বলে অর্ধশতরান ও তারপর রানের ধারা বজায় রেখে ৫৬ বলে শতরান পূর্ণ করেন শুভমন। এবারের আইপিএলে প্রথম শতরানের পাশাপাশি চলতি মরসুমে ১৩ ম্যাচে ৫৭৬ রান করে ব্যাটারদের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন শুভমান। আপাতত তাঁর ঝুলিতে ১৩ ম্যাচে ৫৭৬ রান।


রাজস্থান রয়্যালসের ব্যাটার যশস্বী জয়সওয়ালের (Yasashvi Jaiswal) ঝুলিতে সমসংখ্যক ম্যাচের শেষে ৫৭৫ রান। আর আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সবার ওপরে ফাফ ডু প্লেসি (Faf u Plessis)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক ১২ ম্যাচের শেষে ৬৩১ রানে দাঁড়িয়ে। ৫৭-র বেশি গড়ে এখনও পর্যন্ত এবারের প্রতিযোগিতায় সাতটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন প্রোটিয়া ব্যাটার। অবশ্য এবারের আইপিএলে এখনও শতরান হাঁকাতে পারেননি ফাফ।


চলতি আইপিএলে তাঁর প্রথম শতরান হাঁকানোর দিনে গুজরাত শিবিরের হয়ে আইপিএলে হাজার রানের গণ্ডিও টপকে গিয়েছেন শুভমন। ৪৮ গড়ের সুবাদে এদিনের শতরান ও আগের চারটি অর্ধশতরান মিলিয়ে ৫৭৬ রান তাঁর ঝুলিতে। তালিকার তৃতীয় স্থানে থাকা যশস্বীর ঝুলিতেও ১ টি শতরান ও চারটি অর্ধশতরান। গড় ৪৭.৯২। 


অরেঞ্জ ক্যাপে দখলের তালিকায় লড়াইয়ে থাকা ব্যাটারদের মধ্যে চার নম্বরে রয়েছেন ডেভন কনওয়ে। ১৩ ম্যাচে পাঁচটি অর্ধশতরানের সুবাদে চেন্নাই সুার কিংসের (Chennai Super Kings) ব্যাটারের ঝুলিতে আপাতত ৪৯৮ রান। তার ঠিক পরেই রয়েছেন সূর্যকুমার যাদব (Sutya Kumar Yadav)। একটি শতরান ও ৪ টি অর্ধশতরানের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ব্যাটারের ঝুলিতে ৪৭৯ রান। 


আরও পড়ুন- শুভমনের ব্যাটিং বিক্রমের পর শামির বোলিং তাণ্ডব, আইপিএলের প্লে-অফে গুজরাত


এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বর্তমানে ছয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কিং কোহলির ঝুলিতে ১২ ম্যাচের শেষে ৪৩৮ রান। ৪২৫ রান করে তালিকার সাত নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তালিকার আট ও নয় নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ব্যাটার। যথাক্রমে ৪০৭ ও ৪০৫ রান করে অরেঞ্জ ক্যাপ দখলের তালিকায় এই মুহূর্তে আট ও নয় নম্বরে রিঙ্কু সিংহ ও নীতীশ রাণা। ৩৯২ রানের সুবাদে তালিকায় দশ নম্বরে জস বাটলার।


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি