জয়পুর : সেয়ানে-সেয়ানে টক্কর। একদিকে রশিদ খান (Rashid Khan)। অন্যদিকে মহম্মদ শামি (Mohammed Shami)। আর যে দ্বৈরথে তরতর করে এগোচ্ছে গতবারের গুজরাত টাইটান্স (Gujarat Titans)। বলা ভাল, দুই বোলারদের উইকেট দখলের তালিকায় একে অপরকে টেক্কা দেওয়ার সুবাদে গতবারের আইপিএল চ্যাম্পিয়নের সামনে একের পর এক প্রতিপক্ষ বিধ্বস্ত হচ্ছে। গতবারের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যেমন হয়েছে শুক্রবার রাতে। তাও নিজের ঘরের মাঠে।
৯ উইকেটে গুজরাতের ম্যাচ জেতার পিছনে আসল কারিগর তাদের বোলাররাই। রাজস্থানের ব্যাটিং লাইন আপকে কার্যত বিধ্বস্ত করে পার্পল ক্যাপের লড়াইয়েও তরতর করে এগিয়ে গিয়েছেন রশিদ খান। ৩ টি উইকেট নেওয়ার সুবাদে একলাফে চারধাপ এগিয়ে বেগুনি টুপি দখলের লড়াইয়ে ছয় থেকে সোজা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবারের আইপিএলে (IPL) এখনও পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক করা রশিদ। ১০ ম্যাচের শেষে আপাতত তাঁর ঝুলিতে ১৮ উইকেট।
দুরন্ত পারফরম্যান্সের জেরে তরতর করে এগোলেও আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লড়াইয়ে অবশ্য কঠিন লড়াইয়ের মুখেই আফগান স্পিনার। আর তাঁকে সেই টেক্কা দিচ্ছেন গুজরাত দলে তাঁর সতীর্থ তথা ভারতীয় পেসার মহম্মদ শামি। রাজস্থানের বিরুদ্ধে একটি উইকেট নিয়ে শামিও ১০ ম্যাচের শেষে ১৮ উইকেট নিজের ঝুলিতে তুলে ফেলেছেন। পাশাপাশি ইকোনমি রেটের বিচারে এই মুহূর্তে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এই মুহূর্তে মহম্মদ শামির ইকোনমি রেট যেখানে ৭.০২, সেখানে রশিদের ৮.০৫।
আরও পড়ুন- রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার তুষার দেশপাণ্ডেও (Tushar Deshpande) ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে আপাতত তৃতীয় স্থানে রয়েছেন। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় চার নম্বরে উঠে রয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। পাঁচ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন পীযূষ চাওলা (Piyush Chawla)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ১০ ম্যাচে খেলে পেসার অর্শদীপ সিংহের ঝুলিতে আপাতত ১৬ টি উইকেট। আর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্কোয়াডে আইপিএল শুরুর ঠিক আগে জায়গা করে নেওয়ার পর আপাতত বল হাতে ভেলকি দেখাচ্ছেন অভিজ্ঞ স্পিনার পীযূষ। ৯ ম্যাচে ১৫ উইকেট মুম্বইয়ের হয়ে খেলা স্পিনারের। তাঁর ইকোনমি ৭.২৮। আর সেজন্যই মহম্মদ সিরাজকে টপকে তালিকায় এগিয়ে তিনি। পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে তালিকায় আপাতত ছয় নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) পেসার। ৯ ম্যাচে ১৫ সিরাজের। ইকোনমি ৭.৩৭।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস