RR vs DC Match Preview : জয়ের রাস্তা খুঁজে পেতে মরিয়া দিল্লির সামনে রাজস্থান চ্যালেঞ্জ

IPL 2023, RR vs DC : জয় দিয়ে অভিযান শুরু করলেন গত ম্যাচে হেরেছে রাজস্থান। অপরদিকে জোড়া ম্যাচেই হেরেছে দিল্লি।

Continues below advertisement

গুয়াহাটি : আইপিএলের (IPL) শুরুটা একেবারেই কাঙ্খিত ছন্দে হয়নি। জয়ের রাস্তা খুঁজে পেতে মরিয়া হয়েই তাদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ব্যবধানে হারের পর দিল্লি তাদের ঘরের মাঠে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছেও। ঋষভ পন্থ মাঠে হাজির থাকলেও ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে যে ম্যাচেও জয়ের রাস্তা না পেয়ে হাঁসফাঁস করতে থাকা দিল্লি মরিয়াভাবে খুঁজছে জয়ের রাস্তা।

Continues below advertisement

তিন নম্বর ম্যাচে তাদের সেই লক্ষ্যের মাঝে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে অবশ্য প্রথম হোম ম্যাচ হোঁচট খেতে হয়েছে গতবারের আইপিএল ফাইনালিস্টদের। গত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। যদিও অভিযান শুরুর ম্যাচে বড় ব্যবধানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দুরন্তভাবে অভিযান শুরু করেছিল তারা। তাই হারের পর দ্রুত জয়ের রাস্তায় ফিরতেই মুখিয়ে থাকবেন সঞ্জু স্যামসনরাও।

এই ম্যাচে রাজস্থান অবশ্য পাচ্ছে না জস বাটলারকে। গত ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন এই ব্রিটিশ বিস্ফোরক ব্যাটার। জানা গেছে, সেলাই পড়েছে তাঁর হাতে। যার জেরে দিল্লির বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। অপরদিকে, এই ম্যাচে দিল্লি পাচ্ছে না অল রাউন্ডার মিচেল মার্শকে। মিচেল মার্শকে শুধু রাজস্থান ম্যাচই নয়, আসন্ন সপ্তাহখানেক দিল্লির কোনও ম্যাচেই খেলবেন না। বিয়ের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন এই ক্রিকেটার। 

গুয়াহাটির মাঠে দেখা গিয়েছে ফ্রন্ট ফুটে ও বলের লাইনে গিয়ে খেললে রান তুলতে সক্ষম হচ্ছেন ব্যাটাররা। এমনিতেই ব্যাটিং বিভাগ নিয়ে ভুগছে দিল্লি। চোটের জেরে ঋষভ পন্থ নেই। ডেভিড ওয়ার্নার এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও আইপিএলের মঞ্চে এবারে এখনও সেভাবে রান পাননি পৃথ্বী শা, সরফরাজ খানরা। অল রাউন্ডার অক্ষর প্যাটের অবশ্য ভরসা দিচ্ছেন তাদের। রাজস্থানের দুরন্ত বোলিং বিভাগের বিরুদ্ধে দিল্লির ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করে, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে ম্যাচের ভাগ্য। রবিচন্দ্রন অশ্বিন, যুযবেন্দ্র চাহালের স্পিন বিভাগের পাশাপাশি ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনিদের মতো পেসাররা রয়েছেন তাঁদের দলে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে অবশ্য খানিক ব্যাটিং বিভাগ ভুগিয়েছে রাজস্থানকে। তার ওপর বাটলারকে এই ম্যাচে পাওয়া যাবে না। 

আরও পড়ুন- রেকর্ড মুম্বইয়ের পক্ষে, সিএসকে-র চমক হতে পারেন মাগালা, ওয়াংখেড়েতে ফের ধোনি ধমাকা?

Continues below advertisement
Sponsored Links by Taboola