হায়দরাবাদ: এক দলের হারানোর কিছু নেই। প্লে অফের দৌড় থেকে এমনিতেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। শুক্রবার এইডেন মারক্রামদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ১২ ম্যাচে যাদের ১২ পয়েন্ট। আজ জিতলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে আরসিবি।
খেলা হায়দরাবাদের ঘরের মাঠে। উপ্পলে, রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। কেমন হবে ম্যাচের পিচ? আবহাওয়াই বা কেমন?
হায়দরাবাদে যথেষ্ট তাপমাত্রা। রয়েছে আর্দ্রতাও। এবারের আইপিএলে বেশিরভাগ ম্যাচেই দুশো বা তার বেসি রান হচ্ছে। তবে হায়দরাবাদে তুলনামূলকভাবে কম রান উঠছে। চলতি মরসুমে প্রথমে ব্যাট করা দল গড়ে ১৭২ রান তুলেছে এই মাঠে। ৬টি ম্যআচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। শুক্রবার কি বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের ব্যাটে ঝড় উঠবে?
রবিবার রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১১২ রানে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট ব্যবধানে জয় এক ধাক্কায় আরসিবির নেট রান রেট -০.৩৪৪ থেকে +০.১৬৬ করে দিয়েছে। এত বিরাট ব্যবধানে জয় পয়েন্ট টেবিলও ওলট পালট করে দিয়েছে। ১২ পয়েন্টে রয়েছে ৪টি দল। তার মধ্যে সবচেয়ে ভাল জায়গায় আরসিবিই। আর সেটা রান রেটের সুবাদে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছেন ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা। প্রতিদ্বন্দ্বী তিন দলের চেয়ে এগিয়ে কোহলিরা। প্লে অফে যাওয়ার ভাল সুযোগ রয়েছে আরসিবির। তবে হারলেই পয়েন্ট টেবিলের ছ'নম্বরে নেমে যাবে আরসিবি। রাজস্থানেরও নীচে। সেই রাজস্থান, যাদের আগের ম্যাচে দুরমুশ করেছে আরসিবি।
ব্য়াট হাতে দুরন্ত ছন্দে আছেন আরসিবি অধিনায়ক ডুপ্লেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী দক্ষিণ আফ্রিকার তারকা। অরেঞ্জ ক্যাপও রয়েছে ডুপ্লেসির দখলে। আরসিবির শক্তি পাওয়ার প্লে-র বোলিংও। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-র ৬ ওভারে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন আরসিবি বোলাররা। ৩০টি উইকেট এসেছে পাওয়ার প্লে-তেই। পাওয়ার প্লে-তে বোলিং গড়ও সবচেয়ে ভাল আরসিবি-র। প্রত্যেক ১৮.৪৬ রান অন্তর উইকেট তুলেছেন আরসিবি বোলাররা। যুগ্মভাবে পাওয়ার প্লে-তে সবচেয়ে ভাল ইকনমি রেটও আরসিবির। ৭.৪১। বল হাতে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ।
হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে আরসিবি। কোহলিরা টানা ৫টি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছেন। এই মরসুমে এটাই দুই দলের প্রথম ও একমাত্র সাক্ষাৎ। হায়দরাবাদ এমনিতেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে হেনরিখ ক্লাসেন ছন্দে আছেন। ৯ ইনিংসে ৩২৬ রান করে ক্লাসেনই হায়দরাবাদের সর্বোচ্চ স্কোরার। ১৭০-এর ওপর স্ট্রাইক রেট রেখে রান করেছেন তিনি।
আরসিবিকে হারাতে পারলে হায়দরাবাদ সান্ত্বনা পেতে পারে কারণ, পয়েন্ট টেবিলের একেবারে শেষ স্থান এড়ানো সম্ভব হতে পারে নিজামের শহরের। যা কিছুটা হলেও মানসিক স্বস্তি দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরকে।
আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি