নয়াদিল্লি: আইপিএলে আগামীকাল দিল্লি ক্যাপিটালস খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে। সেই ম্য়াচে দিল্লি শিবির পাবে না ঋষভ পন্থকে। তিন ম্য়াচে স্লো ওভার রেটের জন্য ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এমনকী এক ম্য়াচ নির্বাসিতও করা হয়েছে পন্থকে। তাঁর বদলে আগামীকাল আরসিবি ম্য়াচে দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর পটেল।


ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে দিল্লি কোচ রিকি পন্টিং জানান, ''অক্ষর বিগত কয়েক মরশুম ধরে দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছে। একজন অসাধারণ প্লেয়ার। অভিজ্ঞ আইপিএল প্লেয়ার ও অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। দীর্ঘদিন ধরেই খেলছে। ঠাণ্ডা মাথার ছেলে। ক্রিকেটটা বোঝে। ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ও নিজেও উৎসুখ হয়ে আছে ম্য়াচের জন্য। আমরা কিছুদিন ধরেই আলোচনা করছিলাম। যখন থেকে সম্ভাবনা তৈরি হল যে পন্থ হয়ত খেলতে পারবে না।''


পন্টিং আরও বলেন, ''আমাদের বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে। সবাইকে নিয়ে অক্ষর আলোচনাও সেরেছে। ও নিজেও তৈরি হয়ে আছে ম্য়াচে দিল্লিকে আগামীকাল নেতৃত্ব দেওয়া জন্য।'' ডেভিড ওয়ার্নারকে কি পাওয়া যাবে? সেই বিষয়ে কথা বলতে গিয়ে পন্টিং জানান, ''ওয়ার্নার অনুশীলন করছে ভালভাবে। নেটে ব্যাটও করছে ছন্দেই। আগের ম্য়াচে খেলতে পারেনি ওয়ার্নার। চােট পেয়েছিল। তবে এখন নিজেকে পুরো ফিট করে তুলেছে ও। আশা করি আগামীকালের ম্য়াচের জন্য ওয়ার্নারকে ভাবা হতে পারে।''


 






উল্লেখ্য, স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হচ্ছে পন্থকে। এই নিয়ে চলতি মরশুমে তৃতীয়বার স্লো ওভার রেটের কবলে পড়তে হল পন্থকে। আগের ২ বার শুধু আর্থিক জরিমানা করা হলেও তৃতীয়বার একই ভুল করায় এবার ৩০ লক্ষ টাকা আর্থিক জরিমানা ও এক ম্য়াচ নির্বাসিত হতে হল বাঁহাতি উইকেট কিপার ব্য়াটারকে। এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস ম্য়াচ জিতলেও সেই ম্য়াচে স্লো ওভার রেট ছিল তাদের। ফলে দলের বাকিদেরও ম্য়াচ ফির ৫০ শতাংশ অথবা ১২ লক্ষ টাকা জরিমানা জিতে হবে। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে স্লো ওভার রেটের জন্য আর্থিক জরিমানা করা হয় পন্থকে। কেকেআরের বিরুদ্ধে ম্য়াচেও আর্থিক জরিমানা করা হয় বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে।