নয়াদিল্লি: আইপিএলের (Tata IPL 2024) প্লে অফের পথে কলকাতা ও রাজস্থান একধাপ করে এগিয়ে আছে। কিন্তু পরের দুটো স্থানের জন্য লড়াই চলছেই। গতকাল চেন্নাই সুপার কিংস হেরে যাওয়ার সেই লড়াই আরও জমে উঠেছে। ইঁদুর দৌড়ে রয়েছে সানরাইজার্স, সিএসকে, লখনউ, দিল্লি এমনকী আরসিবিও। আজ কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। আগামীকাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) খেলতে নামবে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে। আর সেই ম্য়াচের আগেই বড় ধাক্কা খেল দিল্লি শিবির। অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) পাবে না দল আগামী ম্য়াচের জন্য। চাপ বাড়ল দিল্লি শিবিরের।


কেন পন্থকে পাওয়া যাবে না?


স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হচ্ছে পন্থকে। এই নিয়ে চলতি মরশুমে তৃতীয়বার স্লো ওভার রেটের কবলে পড়তে হল পন্থকে। আগের ২ বার শুধু আর্থিক জরিমানা করা হলেও তৃতীয়বার একই ভুল করায় এবার ৩০ লক্ষ টাকা আর্থিক জরিমানা ও এক ম্য়াচ নির্বাসিত হতে হল বাঁহাতি উইকেট কিপার ব্য়াটারকে।  রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস ম্য়াচ জিতলেও সেই ম্য়াচে স্লো ওভার রেট ছিল তাদের। ফলে দলের বাকিদেরও ম্য়াচ ফির ৫০ শতাংশ অথবা ১২ লক্ষ টাকা জরিমানা জিতে হবে। উল্লেথ্য, চলতি মরশুমে প্রথমবার সিএসকের বিরুদ্ধে স্লো ওভার রেটের কবলে পড়েছিলেন পন্থ। সেবার ১২ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছিল তাঁকে। দ্বিতীয়বার কেকেআরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে একই ভুল করেছিলেন। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''মন্থর ওভার রেটের জন্য ঋষভ পন্থকে আর্থিক জরিমানা করা হয়েছে। দিল্লি ক্যাপিটালস দলের এটা মরশুমে তৃতীয়বার স্লো ওভার রেটের কবলে পড়া। খষভ পন্থকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে।''


উল্লেখ্য, পন্থের নির্বাসনে অবশ্যই আরসিবি ম্য়াচের আগে চাপ বেড়েছে দিল্লির। প্লে অফের দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রয়েছে পাঁচ নম্বরে। ঝুলিতে ১২ ম্য়াচে ১২ পয়েন্ট রয়েছে তাদের। দুটো ম্য়াচ জিতলে ১৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে প্লে অফের দৌড়ে থাকবে প্রবলভাবে তারা। তবে বাকি দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে।