সন্দীপ সরকার, কলকাতা: শনিবার বেলা গড়াতেই কলকাতায় আকাশের মুখ ভার হল। দুপুরের দিকেই নিভে গেল দিনের আলো। বিকেল চারটেয় তো সন্ধ্যার আকাশ যেন। শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়ে গেল দু এক পশলা। বিকেল সাড়ে পাঁচটা থেকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হল ইডেন (Eden Gardens) চত্বরেও।
গোটা মাঠ ঢাকা সাদা প্লাস্টিকের কভারে। আইপিএলে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের (KKR) বিরুদ্ধে ম্যাচই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের শেষ দ্বৈরথ। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় তাই কোনও ঝুঁকি নিতে চাননি। গোটা মাঠ ঢেকে রেখেছেন কভারে। যাতে বৃষ্টি থামলে সুপার সপার চালিয়ে দ্রুত কভারের ওপরের জল শুকিয়ে ফেলা যায়। আর কভার সরিয়ে শুরু করে দেওয়া যায় ম্যাচ। তবে বৃষ্টি যদি চলতে থাকে? যদি সময়ে টস করা না যায়? ম্যাচের বল যদি সময় মেনে না গড়ায়? কতক্ষণ অপেক্ষা করা হবে? কী বলছে নিয়ম?
এমনিতে আইপিএলে সন্ধ্যার ম্যাচ মানে সাতটায় টস হয়। তার আধ ঘণ্টা পরে, সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হয়। তবে বৃষ্টি বাদ সাধলে শনিবার নির্ধারিত সময়ে টস বা ম্যাচ শুরু করা যাবে না।
আইপিএলের নিয়ম বলছে, ম্যাচের ফলাফল করতে অন্তত পাঁচ ওভার করে দুই ইনিংস মিলিয়ে দশ ওভারের ম্যাচ করতেই হবে। শনিবার যদি বৃষ্টির জন্য পুরো ২০ ওভার খেলা না হয়, যদি অন্তত পাঁচ ওভার করে ম্যাচ করাতে হয়, তার জন্য রাত ১০.৪১-এ টস করতে হবে। সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে রাত ১০.৫৬ মিনিটে। ম্যাচ শুরু হওয়ার জন্য যে সময় নির্ধারিত, তার অন্তত এক ঘণ্টার মধ্যে ম্যাচ শুরু করা না গেলে ওভার সংখ্যা কমতে শুরু করবে।
কিন্তু বৃষ্টির জন্য যদি তখনও ম্যাচ শুরু করা না যায়? তাহলে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। এক পয়েন্ট করে পাবে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই এমনিতেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে এক পয়েন্ট পেলেও প্লে অফে পৌঁছে যাবে কেকেআর।
আপাতত ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছেন শ্রেয়স আইয়াররা। প্লে অফের দিকে পা বাড়িয়েই রেখেছেন। বাকি তিন ম্যাচের মধ্যে একটি জিতলেই আনুষ্ঠানিকভাবে প্লে অফের টিকিট পেয়ে যাবেন নাইটরা। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গেলে ১২ ম্যাচের শেষে কেকেআরের মোট পয়েন্ট দাঁড়াবে ১৭। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ নাইটরা হারলেও, শুধু রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া আর কোনও দলই পয়েন্টের বিচারে কেকেআরকে টপকে যেতে পারবে না। পয়েন্ট টেবিলের প্রথম চার দল প্লে অফে যায়।
তাই শনিবার ম্যাচ ভণ্ডুল হলেও প্রথম দল হিসাবে প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলবে কেকেআরই।
আরও পড়ুন: কথা বন্ধ রোহিত-হার্দিকের! হিটম্যান পরের আইপিএলে কি শাহরুখের দলে? ইডেন জন্ম দিল জল্পনার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।