চেন্নাই: গতকাল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। টুর্নামেন্ট জমিয়ে দিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের জায়গা বজায় রেখেছে তারা। শুরুতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে দুর্দান্ত ব্য়াটিং শুরু করছিলেন রাহানে ও রুতুরাজ। কিন্তু নবম ওভারে তিনি আক্রমণে এসে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ম্য়াচর সেরাও নির্বাচিত হন হরপ্রীত ব্রার। নিজের চার ওভারের স্পেলে ১৭ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজের পরিকল্পনা সম্পর্কে ব্রার বলেন, ''বোলিংয়ের জন্য দুর্দান্ত উইকেট ছিল। এমনকী রাহুল চাহারও দুর্দান্ত বল করেছিল। ৬ বছর ধরে খেলছি আমি। তাই এখন আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে। এই সব কিংবদন্তিদের বিরুদ্ধে খেলাটা চাপ অনুভব করি না এখন আর। আমি উইকেটের পেছনে দৌড়াই না। সত্যি বলতে আমি নিজের শক্তি অনুযায়ী বল করার চেষ্টা করি। আর চেষ্টা করে যাই যাতে যত বেশি সম্ভ ডট বল করতে পারি। আর তাতেই চাপে পড়ে যায় ব্য়াটারর। সেখান থেকেই উইকেট আসার সম্ভাবনা তৈরি হয়।''


গতকাল চেন্নাইয়ের ব্যাটিংয়ের নবম ওভারে এসে প্রথমে রাহানেকে ফিরিয়ে দেন ব্রার। এরপরের বলেই দুবেকে ফেরান তিনি। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা দুবে। রাহানে আউট হন ২৯ রান করে। রাহুল চাহারও ব্রারের মত দুর্দান্ত বল করেন। তিনি চার ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। চেন্নাইয়ের হয়ে একমাত্র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড গতকাল ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন। সিএসকে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলে নেয়। পাঞ্জাব কিংসের হয়ে রাবাডা ও অর্শদীপও ১টি করে উইকেট নেন। 


 






জবাবে রান তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস। বেয়ারস্টো ৪৬ ও রসৌ ৪৩ রান করেন। স্যাম কারান ২৬ ও শশাঙ্ক ২৫ রান করে অপরাজিত থেকে যান।