বেঙ্গালুরু: ১৭৬ রানের পুঁজি নিয়ে লড়াইটা বল হাতে বেশ ভালই করেছিল আরসিবির বিরুদ্ধে পাঞ্জাব কিংস (RCB vs PBKS)। কিন্তু শেষরক্ষা হল না। বিরাট কোহলির (Virat Kohli) ৭৭ রানের ইনিংসের পর দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরের ফিনিশিংয়ে জয় পেল চার বল বাকি থাকতে চার উইকেটে জয় পেল আরসিবি। ডিকে ১০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন, লোমরোরের সংগ্রহ আট বলে ১৭ রান। হরপ্রীত ব্রার চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে দুই উইকেট নেন। তবে তাঁর অসাধারণ বোলিংও দলকে জেতাতে পারল না। আরসিবির জয়ের সুবাদে চলতি আইপিএলে (IPL 2024) ঘরে নিজেদের প্রথম ম্যাচে সব দলেরই জয়ের ধারা অব্যাহত রইল।


অনেকেই মনে করেন ইনিংসের শুরুতে বিরাট কোহলির বাঁ-হাতি ফাস্ট বোলারের প্রতি দুর্বলতা রয়েছে। সাম্প্রতিক সময়ের রেকর্ডও তাই বলছে। সেই দেখেই স্যাম কারানকে দিয়ে ইনিংসের প্রথম ওভার করানোর সিদ্ধান্ত নেন শিখর ধবন। সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে হতেও হল না। দ্বিতীয় বলেই কোহলি ক্যাচ তুলেছিলেন বটে। তবে তা ফেলে দেন স্লিপে দাঁড়ানো জনি বেয়ারস্টো। এরপর তিনটি চার মেরেই কোহলি কিন্তু নিজের মনোভাব স্পষ্ট করে দেন। তবে তাঁর ওপেনিং পার্টনার ফাফ ডু প্লেসি বড় রান করতে পারেননি। মাত্র তিন রানে স্বদেশীয় কাগিসো রাবাডার বলে সাজঘরে ফেরেন তিনি। তিনে নেমে ক্যামেরন গ্রিনও ব্যর্থ। তাঁর সংগ্রহও তিন রান।


এরপর আরসিবি ইনিংসকে এগিয়ে নিয়ে যান কোহলি ও রজত পাতিদার। দুইজনে তৃতীয় উইকেটে ৪৩ রান যোগ করেন। তবে এখান থেকেই পাঞ্জাবের দিকে খেলার মোড় ঘোরানোর চেষ্টা করেন ব্রার। প্রথমে রজত পাতিদারকে ১৮ রানে আউট করেন তিনি। তারপর গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটিও তিনিই নেন। মাঝের ওভারে ব্রারের অনবদ্য বোলিং পাঞ্জাবকে ম্যাচে ফেরায়। তবে কোহলি কিন্তু নিজের দাপট অব্যাহত রাখেন। প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ বার ৫০ রানের গণ্ডি পার করার কৃতিত্ব গড়েন বিরাট। ঠিক যখন মনে হচ্ছিল কোহলি আরসিবিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তখনই হর্ষল তাঁকে আউট করেন। পরের ওভারেই ১১ রানে আউট হন অনুজ রাওয়াত।


এমন সময়ই ম্যাচ সম্পূর্ণভাবেই পাঞ্জাবের দিকে ঝুঁকে ছিল। এই সময়ই ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে যশ দয়ালের বদলে মাহিপাল লোমরোরকে মাঠে পাঠানো হয়। তিনিই আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘোরানো শুরু করেন। আগ্রাসী ব্যাটিং করেন তিনি। তাঁকে সঙ্গ দেন কার্তিক। তাঁর অভিজ্ঞতা এবং পরিপক্কতায় আরসিবির জয় সুনিশ্চিত হয়।      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে নয়, নতুন ইতিহাস গড়লেন ফিল্ডার কোহলি