নয়াদিল্লি: মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েল যখন রশিদ খানের ক্যাচটা ফেলে দিলেন, আফগান তারকার নামের পাশে জ্বলজ্বল করছিল ০। সেই রশিদই পরের ১০ বলে ২০ রান করে দিল্লি ক্যাপিটালস শিবিরকে আতঙ্কিত করে তুলেছিলেন। শেষ ওভারে ম্যাচ জিততে ১৯ রান দরকার, এমন পরিস্থিতিতে সেই মুকেশকেই প্রথম ২ বলে পরপর চার মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রশিদ। পঞ্চম বলেও ছক্কাও মারেন। তবে শেষরক্ষা হয়নি। দিল্লি ক্যাপিটালস শিবিরের কান ঘেঁষে বেরিয়ে গেল পরাজয়ের লজ্জা। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রান জিতলেন ঋষভ পন্থরা। ২২৫ রান তাড়া করতে নেমে ২২০/৮ স্কোরে আটকে গেলেন শুভমন গিলরা


ম্যাচের প্রথমার্ধে ছিল দিল্লি ক্যাপিটালসের দুই ব্যাটারের দাপট। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে তিন উইকেট খুইয়ে তখন প্রবল চাপে দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে পাল্টা মারের রাস্তায় হাঁটলেন অক্ষর পটেল (Axar Patel)। তিন নম্বরে নেমে ৪৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেললেন বাঁহাতি স্পিনার। সঙ্গী হিসাবে পেয়ে গেলেন অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। চতুর্থ উইকেটে ৬৮ বলে ১১৩ রানের জুটি গড়ে তুললেন দুজনে। ৪৪/৩ থেকে দিল্লি ক্যাপিটালসকে (DC vs GT) ১৫৭ রানে পৌঁছে দিলেন দুজনে।


শেষ লগ্নে ব্যাট হাতে প্রলয় চালালেন ট্রিস্টান স্টাবস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় যাঁকে চলতি মরশুমে দলের অন্যতম সেরা অস্ত্র বলে চিহ্নিত করেছেন। ৭ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। পন্থ ৪৩ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। মোহিত শর্মার শেষ ওভারে ৩১ রান উঠল। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ২২৪/৪ তোলে দিল্লি।


রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান শুভমন গিল। তবে ঋদ্ধিমান (৩৯ রান) পরিস্থিতি সামলানোরক চেষ্টা করেন। ৩৯ বলে ৬৫ রান করে তাঁকে সঙ্গত করেন সাই সুদর্শন। তবে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিলেন ডেভিড মিলার। ২৩ বলে ৫৫ রান করেন প্রোটিয়া তারকা। শেষ দিকে রশিদের লড়াই। তবে সব কিছু ব্যর্থ করে দিল্লি রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল।


আরও পড়ুন: ইডেনে ব্যাটিং শুরু ধবনের, পাঞ্জাব অধিনায়ক কি ফিট? নাইটদের বিরুদ্ধে খেলবেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।