লখনউ: রানা ডিফেন্ড করে নিজেদের শেষ তিন ম্যাচ জিতেছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রান তাড়া করতে নেমে নাগাড়ে ছয় ম্যাচ হেরেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে এ যেন উলটপুরাণ। লখনউয়ের ঘরের মাঠে ১৬৮ রান তাড়া করতে নেমে দাপুটে মেজাজে জিতল দিল্লি। রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের অভিষেক ম্যাচেই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। ৪১ রানের ইনিংস খেললেন ঋষভ পন্থও (Rishabh Pant)। তবে ৩২ রানের ইনিংসে দলের জয়ের ভিতটা রাখেন পৃথ্বী শ। এই ত্রয়ীর সুবাদেই চলতি আইপিএল (IPL 2024) মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতল ক্যাপিটালস।
এদিন ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা খুব একটা ভাল হয়নি। ওপেনার ডেভিড ওয়ার্নার মাত্র আট রানে যশ ঠাকুরের শিকার হন। তবে অপরপ্রান্তে পৃথ্বী শ দারুণ ছন্দে ছিলেন। পাওয়ার প্লেতে বিধ্বংসী মেজাজে ব্যাট করেন পৃথ্বী। ম্যাকগার্কও নিজের প্রথম আইপিএল ম্য়াচেই শুরুটা দুরন্তভাবে করেন। দুই তরুণ তুর্কির দৌলতে পাওয়ার প্লেতেই ৬২ রান তুলে ফেলে দিল্লি। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই পৃথ্বীকে ৩২ রানে ফেরান রবি বিষ্ণোই। ম্যাকগার্ককে সঙ্গ দিতে নামেন ঋষভ পন্থ।
প্রকৃত অর্থে পার্টনারশিপ যাকে বোঝায়, ম্যাকগার্ক ও পন্থের ব্য়াটিংয়ে সেটাই ধরা পড়ে। শুরুটা দারুণ করেও ম্যাকগার্ক মাঝপথে স্পিনারদের বিরুদ্ধে বেশ চাপেই পড়েছিলেন। রান আসছিল না, ডট বল খেলছিলেন। সেই সময়ই পন্থ নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। দেখতে দেখতে দুইজনে ৩২ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূর্ণ করে ফেলেন। ম্যাকগার্ক ৩১ বলে দুরন্ত এক হাফসেঞ্চুরি হাঁকান। নবীন উল হকের বলে ৫৫ রানের তাঁর ইনিংস সমাপ্ত হয়।
পন্থ অর্ধশতরানের দিকেই এগোচ্ছিলেন। তবে ৪১ রানে তাঁর ইনিংসে অবশ্য বিরাম লাগান বিষ্ণোই। অবশ্য ততক্ষণে দিল্লি জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। শেষমেশ শাই হোপ ১১ ও ট্রিস্টান স্টাবস ১৫ রানের অপরাজিত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন। এই জয়ের ফলে দিল্লি পয়েন্ট তালিকায় অবশ্য খুব ওপরে উঠতে পারল না। ১০-র বদলে পন্থরা এখন নয় নম্বরে রয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টসে কারচুপি! MI-RCB ম্যাচের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া