চেন্নাই: আইপিএলে ১০ দলের মধ্যে একমাত্র যে দলের ডাগ আউটে বসে থাকা একটা মানুষের পরিকল্পনা নিয়েও ভাবতে হয় উল্টোদিকের দলকে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে (Kolkata Knight Riders) মেন্টর হিসেবে যোগ দেওয়ার পর থেকে দলটার ভোলই বদলে দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখনও পর্যন্ত তিন ম্য়াচ খেলে তিন ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে নাইট শিবির। ব্যাটিং অর্ডারে নারাইনকে ওপেনিংয়ে ফের ফিরিয়ে আনা থেকে শুরু করে নিলামের টেবিলে স্টার্ককে ২৫ কোটি দিয়ে দলে নেওয়া। সবকিছুতেই মাস্টারপ্ল্যান রয়েছেন গম্ভীরের। আগামীকাল চেন্নাই ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে এসে সে কথাই জানিয়ে দিলেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার।
সিএসকের বিরুদ্ধে সোমবার চিপকে খেলতে নামবে নাইট রাইডার্স। সেই ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন নায়ার। তিনি বলেন, ''অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না। আর একজন অধিনায়ক হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিকে দুটো আইপিএল ট্রফি জিতিয়েছেন। মেন্টর হিসেবে দলে যোগ দেওয়ার পর থেকে গৌতম গম্ভীর ছেলেদের থেকে আক্রমণাত্মক খেলাটা বের করে আনে ও। এছাড়াও পরিস্থিতি বুঝে ছেলেরা ট্যাকটিকাল খেলাও খেলছে। গম্ভীরের অধীনে খেলেছে আগে রাসেল, নারাইনরা। ওঁদের পারফরম্য়ান্সও দেখা যাচ্ছে কতটা বদলে গিয়েছে।''
আগের ম্য়াচে অঙ্ককৃষের ব্যাটিং চমকে দিয়েছিল সবাইকে। প্রথমবার আইপিএলে খেলতে নেমেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন তরুণ ব্যাটার। নায়ার বলেন, ''ও কঠোর পরিশ্রম করেছিল। প্রতিভা ও দক্ষতা নিয়ে কোনওদিনই প্রশ্ন ছিল না। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক ভাল পারফর্ম করেছে ও। ভাল পারফর্ম করার খিদেটা রয়েছে ওর। দিল্লি ম্য়াচে ভাল খেলার আত্মবিশ্বাস ওর পরের ম্য়াচগুলােতও সাহায্য করবে।''
এদিকে, শেষ ম্য়াচে দিল্লির সঙ্গে জয়ের পর এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল গোটা স্টেডিয়ামে। আবেগপ্রবণ হওয়া গৌতম গম্ভীরকে খুব একটা দেখা যায় না। নিজের ক্রিকেট কেরিয়ার হোক বা ক্রিকেট ছাড়ার পর বরবারই সোজাসাপ্টা কথা বলা ও সিরিয়াস স্বভাবের গৌতম। কিন্তু এবারের আইপিএলে প্রাক্তন নাইট অধিনায়ককে দেখা গিয়েছে মাঠে হাসিখুশি মেজাজে বারবার। যে বিরাট কোহলির সঙ্গে তাঁর মাঠে তু তু মে মে.. চলত, তাঁকেই আলিঙ্গন করতে। এবার এক বিশেষ নাইট ভক্তের সঙ্গে দেখা করে তাঁকে স্নেহের চুম্বন উপহার দিলেন গম্ভীর।
আরও পড়ুন: তরুণ যশ ঠাকুরের পাঁচ শিকার, গুজরাতকে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার হারাল লখনউ