সন্দীপ সরকার, কলকাতা: বাংলা বৃষ্টি চাইলেও অন্তত শনিবার সন্ধ্যা যেন শুকনো থাকে, প্রার্থনা করছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, ইডেনে এদিনই আইপিএলের (IPL 2024) বিসর্জনের সুর। চলতি মরশুমে শেষবার আইপিএলের ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে নামছেন নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের সামনে মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)। 


শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারাইন-আন্দ্রে রাসেলরাও কি বাংলার ক্রিকেটপ্রেমীদের মতো বৃষ্টি না হওয়ার প্রার্থনা করছেন? পরিবর্তে যদি কেকেআর ক্রিকেটারেরা আয় বৃষ্টি ঝেঁপে জপতে থাকেন, খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। কেন? কারণ বৃষ্টিতে কপাল খুলে যেতে পারে নাইটদের।


১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার শীর্ষে রয়েছেন শ্রেয়সরা। প্লে অফের দিকে পা বাড়িয়েই রেখেছেন। বাকি তিন ম্যাচের মধ্যে একটি জিতলেই আনুষ্ঠানিকভাবে প্লে অফের টিকিট পেয়ে যাবেন নাইটরা। 


বৃষ্টির জন্য যদি ঘরের মাঠে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায়? নিয়ম হচ্ছে, ম্যাচে কোনও বল খেলা না গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। অর্থাৎ, কেকেআর পাবে এক পয়েন্ট। মুম্বই পাবে এক পয়েন্ট। আর সেক্ষেত্রে শ্রেয়স-নারাইনদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে এদিনই। ১২ ম্যাচের শেষে কেকেআরের মোট পয়েন্ট দাঁড়াবে ১৭। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ নাইটরা হারলেও, শুধু রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া আর কোনও দলই পয়েন্টের বিচারে কেকেআরকে টপকে যেতে পারবে না।


প্লে অফে উঠবে পয়েন্ট টেবিলের প্রথম চার দল। বৃষ্টিতে কেকেআর বনাম মুম্বই ম্যাচ ভেস্তে গেলে শনিবারই প্রথম দল হিসাবে আনুষ্ঠানিকভাবে প্লে অফের যোগ্যতা অর্জন করবে কেকেআর


এদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার বেলার দিকেও কলকাতায় কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। পূর্বাভাস বলছে, সন্ধ্যায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা বড় একটা নেই।


আর যদি সত্যিই বৃষ্টিতে গোটা ম্যাচ ভেস্তে যায়? এক বলও খেলা না হয়?


রাতের ইডেনে মিউজ়িক সিস্টেমে যদি করব, লড়ব, জিতব রে বাজতে শুরু করে, অবাক হওয়ার কিছু থাকবে না।


আরও পড়ুন: কথা বন্ধ রোহিত-হার্দিকের! হিটম্যান পরের আইপিএলে কি শাহরুখের দলে? ইডেন জন্ম দিল জল্পনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।