KKR vs RR Live: বাটলারের পাল্টা মার ইডেনে কেকেআরের স্বপ্নভঙ্গ, নাইট শিবিরে আঁধার নামালেন ইংরেজ তারকা

IPL 2024 Kolkata Knight Riders vs Rajasthan Royals Live: আজ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াই ক্রিকেটের নন্দনকাননে।

ABP Ananda Last Updated: 16 Apr 2024 11:38 PM
KKR vs RR Live: রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরকে ২ উইকেটে হারাল রাজস্থান

৫৫ বলে সেঞ্চুরি জস বাটলারের। শেষ বলে বাউন্ডারি মেরে জেতালেন রাজস্থানকে। ২ উইকেটে পরাজিত কেকেআর।

KKR vs RR Live: ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৭৮/৭

১৩ বলে ২৬ রান করে নারাইনের বলে ফিরলেন রোভম্যান পাওয়েল। ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৭৮/৭। ১৮ বলে আর ৪৬ রান চাই।

KKR vs RR Live:

১৩ বলে ২৬ রান করে নারাইনের বলে ফিরলেন রোভম্যান পাওয়েল। ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৭৮/৭। ১৮ বলে আর ৪৬ রান চাই।

IPL Live: ৪ ওভারে আর ৬২ রান চাই রাজস্থানের

৩৬ বলে হাফসেঞ্চুরি বাটলারের। ১ ওভারে ১৭ রান দিলেন রাসেল। ১৬ ওভারের শেষে রাজস্থান ১৬২/৬। ৪ ওভারে আর ৬২ রান চাই রাজস্থানের।

IPL Live: ১৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১২৫/৬

একই ওভারে পরপর দু বলে অশ্বিন ও শিমরন হেটমায়ারকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ১৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১২৫/৬।

KKR vs RR Live: ৯ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১০১/৪

৯ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১০১/৪। জস বাটলারের সঙ্গে ক্রিজে অশ্বিন।

IPL Live Score: ৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৩৬/১

৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৩৬/১। ক্রিজে সঞ্জু ও বাটলার।

IPL Live Score: যশস্বীকে ফেরালেন বৈভব

নিজের প্রথম ওভারেই যশস্বীকে ফেরালেন বৈভব অরোরা। ২ ওভারের শেষে রাজস্থানের স্কোর ২৩/১।

IPL LIve: ২০ ওভারে কেকেআর তুলল ২২৩/৬

৫৬ বলে ১০৯ রান করে আউট হলেন নারাইন। ৯ বলে ২০ রানে অপরাজিত রিঙ্কু সিংহ। ২০ ওভারে কেকেআর তুলল ২২৩/৬।

KKR vs RR Live Score: ৪৯ বলে সেঞ্চুরি নারাইনের

ইডেনে মঙ্গলবার মাত্র ৪৯ বলে সেঞ্চুরি নারাইনের। রাজস্থান রয়্যালস বোলিংকে খুন করলেন একা হাতে। সেঞ্চুরি করে ব্যাট তুলে কুর্নিশ করলেন টিম মালিক শাহরুখ খানকে। কিংগ খানও বেজায় খুশি। নেচে উঠলেন ব্যালকনিতে দাঁড়িয়ে। ১৭ ওভারের শেষে কেকেআর ১৯১/৪।

IPL Live: ১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬১/৩

১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬১/৩। ৪৪ বলে ৭৯ রানে ক্রিজে নারাইন। সঙ্গে ১২ রানে রাসেল।

KKR vs RR Live: ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২৫/২

১৮ বলে ৩০ রান করে ফিরলেন অঙ্গকৃষ। ৩৯ বলে ৭০ রানে অপরাজিত নারাইন। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২৫/২।

IPL 2024 Live: ২৯ বলে হাফসেঞ্চুরি নারাইনের

২৯ বলে হাফসেঞ্চুরি নারাইনের। ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১০০/১।

IPL Live Score: ৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৮৯/১

৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৮৯/১। নারাইন ৪৩ ও অঙ্গকৃষ ২৮ রানে ব্যাট করছেন।

KKR vs RR Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে নাইটদের স্কোর ৫৬/১

৫.৫ ওভারে ৫০ পূর্ণ কেকেআরের। কুলদীপ সেনকে বিশাল ছক্কা নারাইনের। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে নাইটদের স্কোর ৫৬/১।

IPL Live Score: ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৬/১

শূন্য রানে ক্যাচ পড়েছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ফিল সল্ট। আবেশ খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন (১৩ বলে ১০ রান)। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৬/১।

IPL Live Score: সল্টের ক্যাচ ফেললেন রিয়ান

ট্রেন্ট বোল্টের বলে শূন্য রানে ফিল সল্টের ক্যাচ ফেললেন রিয়ান পরাগ। ১ ওভারের শেষে কেকেআর ২/০।

IPL Live Score: চোট সারিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলছেন বাটলার

সোমবারই লিখেছিল এবিপি লাইভ বাংলা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইডেনে টসের পরই সেই খবরে সিলমোহর দিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। জানিয়ে দিলেন, চোট সারিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলছেন বাটলার। তবে এক রামে রক্ষা নেই, সুগ্রিব দোসর। বাটলারের সঙ্গে খেলছেন আর অশ্বিনও। তিনিও চোট সারিয়ে ফিট।

KKR vs RR Live: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের। প্রথমে ব্যাট করবে কলকাতা।

IPL Live Score: মঙ্গলবার যে দল জিতবে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে

৬ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থানের। ৫ ম্যাচে ৮ পয়েন্ট কেকেআরের। মঙ্গলবার যে দল জিতবে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে।

প্রেক্ষাপট

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটের জৌলুসও ম্লান করে দিতে পারেন, বিশ্বক্রিকেটে এরকম ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর। বিরল।


তবে কালেভদ্রে এক-আধজন এমন ক্রিকেট খেলে দেন যে, কোহলির বিধ্বংসী ইনিংসও চলে যায় পিছনের সারিতে। এই যেমন জস বাটলার (Jos Buttler)। ইংরেজ তারকা এবারের আইপিএলে এমন একটা ইনিংস খেলেছেন যে, সাড়া ফেলে দিয়েছেন। বিরাট কোহলির সেঞ্চুরির প্রদীপও নিভিয়ে দিয়েছেন ব্যাটের ঝাপ্টায়। কোহলি যে ম্যাচে ৭২ বলে অপরাজিত ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, সেই ম্যাচেই পাল্টা অপরাজিত সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিতিয়েছিলেন জস বাটলার। মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছিল রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরার স্বীকৃতিও ছিনিয়ে নিয়েছিলেন ইংরেজ তারকাই।


যদিও হাঁটুতে চোট পেয়েছিলেন বাটলার। যে কারণে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের আগের ম্যাচে খেলতে পারেননি। স্বস্তিতে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RR) সমর্থকেরা। বাটলার খেলতে না পারা মানে রাজস্থানের ব্যাটিং শক্তি কিছুটা হলেও কমে যাওয়া। ঘরের মাঠে রাজস্থানকে হারাতে পারলেই আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে কেকেআর।


তবে নাইট শিবিরের রক্তচাপ আর কেকেআর ভক্তদের উদ্বেগ বাড়িয়ে কার্যত ফিট বাটলার। সোমবার সন্ধ্যায় ইডেনে রাজস্থান রয়্যালসের প্র্যাক্টিসের সময় অবশ্য তাঁর ডান হাঁটুতে স্ট্র্যাপ দেখা গেল। সাংবাদিক বৈঠকে বাটলারের ফিটনেস নিয়ে জানতে চাওয়া হলে রিয়ান পরাগও ধোঁয়াশা রেখে গেলেন। বললেন, 'সেটা ফিজিও বলতে পারবেন।'


তবে স্বচক্ষে যে ছবিটা দেখা গেল, তাতে আর কোনও ধোঁয়াশা, ধন্দ থাকা উচিত নয়। ঘড়ির কাঁটায় সন্ধ্যা তখন সাড়ে ছটা। নেটে ব্যাট করতে ঢুকলেন বাটলার। পরের প্রায় দেড় ঘণ্টা চুটিয়ে ব্যাটিং করলেন। প্রথমে এল ব্লকের সামনের নেটে। পরে মাঝের উইকেটের পাশের নেটে। বাটলারকে প্র্যাক্টিসে দেখা গেল বিধ্বংসী মেজাজে। একের পর এক বল ওড়ালেন। স্পিনারদের স্টেপ আউট করলেন। স্যুইপ, রিভার্স স্যুইপ, স্কুপের মতো অস্ত্রও দেখা গেল। সব কিছু ঠিকঠাক চললে কেকেআরের বিরুদ্ধে মাঠে ফেরা উচিত বাটলারের।


আর বাটলার খেলা মানে সুনীল নারাইন, মিচেল স্টার্করা বাড়তি চাপ অনুভব করবেনই। হাজার হোক, কোহলিকেও ম্লান করে দিতে পারেন যে ইংরেজ ব্যাটার!


আরও পড়ুন: সৌরভ-শাহরুখের মানবিক উদ্যোগ, ক্রিকেট ও খাওয়াদাওয়ায় নববর্ষ কাটল অনাথ শিশু-কিশোরদের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.