IPL 2024: সৌরভ-শাহরুখের মানবিক উদ্যোগ, ক্রিকেট ও খাওয়াদাওয়ায় নববর্ষ কাটল অনাথ শিশু-কিশোরদের
Sourav Ganguly and Shah Rukh Khan: ইডেন গার্ডেন্সে অনাথ শিশু-কিশোরদের খেলা দেখা, খাওয়াদাওয়ার ব্যবস্থা করলেন সৌরভ। সাহায্যের হাত বাড়িয়ে দিল শাহরুখ-জুহি চাওলার কেকেআর।
সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL 2024) প্রথম মরশুম। একজন দলের মালিক। অন্যজন অধিনায়ক। গোটা বাংলা বিনোদন ও ক্রিকেটের বেনজির এক ককটেল দেখেছিল। শাহরুখ খানের (Shah Rukh Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR) যাত্রা শুরু করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে সারথী করে। করব, লড়ব, জিতব রে...র সুরে পা মিলিয়েছিল গোটা বাংলা।
তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সৌরভ কেকেআর ছেড়ে পরে খেলেন পুণে ওয়ারিয়র্সে। এখন তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। শাহরুখ খানকে এখনও কেকেআরের ম্যাচে মাঠে দেখা যায়। তবে সেটা সৌরভের প্রতিপক্ষ শিবির।
তবু দুজনের সম্পর্কের উষ্ণতা নষ্ট হয়নি। সিএবি ও পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকাকালীনও সৌরভকে দেখা গিয়েছে শাহরুখের সঙ্গে এক ফ্রেমে। এবার মানবিক এক উদ্যোগ নিলেন দুই তারকা।
ইডেন গার্ডেন্সে অনাথ শিশু-কিশোরদের খেলা দেখা, খাওয়াদাওয়ার ব্যবস্থা করলেন সৌরভ। সাহায্যের হাত বাড়িয়ে দিল শাহরুখ-জুহি চাওলার কেকেআর। মহৎ এই উদ্যোগের জন্য বেছে নেওয়া হয়েছিল বাংলার নববর্ষের দিনটি। যেদিন ইডেনে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল কেকেআর। মোট ৫৫ জন অনাথ শিশু ও কিশোরকে সেই ম্যাচ দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ৫৫ জনের মধ্যে ৩০ জন ছিল সুন্দরবনের। ২৫ জন ছিল কলকাতার। কেকেআরের তরফ থেকে প্রত্যেকের জন্য ইডেনের এল ব্লকে টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। নাইটদের তরফে গোটা উদ্যোগের তত্ত্বাবধান করেন অধিরাজ জিজিবয়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ৩০ জন শিশু-কিশোরকে সুন্দরবন থেকে কলকাতায় নিয়ে আসার ও বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। বাকি ২৫ পড়ুয়া কলকাতারই। তাদের দুপুর ও রাতের খাওয়াদাওয়া, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল। সৌরভ নিজে এখন কলকাতায় নেই। দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে রয়েছেন। ১৭ এপ্রিল আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। তারই স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত সৌরভ। তবু গোটা উদ্যোগ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এবিপি আনন্দকে বলছিলেন, 'সুন্দরবনের ৩০ বাচ্চা এই প্রথম কলকাতায় এল। ভীষণ আনন্দ করেছে সকলেই।' জানা গেল, দুর্গাপুজোয় সকলের জন্য নতুন পোশাকের ব্যবস্থাও করছেন সৌরভ। পাশাপাশি অনাথ শিশুদের পড়াশোনার ব্যাপারে প্রয়োজন মতো সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: শাহরুখের সামনে কেকেআরের শাপমুক্তি, লখনউকে দুরমুশ করে মহার্ঘ ২ পয়েন্ট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।