LSG vs KKR LIVE Score: লখনউকে ৯৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল কেকেআর

IPL 2024, LSG vs KKR LIVE SCore: দুবারের সাক্ষাতে দুবারই লখনউ সুপার জায়ান্টসকে (LSG vs KKR) হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

ABP Ananda Last Updated: 05 May 2024 11:18 PM
LSG vs KKR Live: ১৩৭ রানে অল আউট লখনউ সুপার জায়ান্টস

১৬.১ ওভারে ১৩৭ রানে অল আউট লখনউ সুপার জায়ান্টস। ৯৮ রানে ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল কেকেআর। কার্যত প্লে অফের টিকিট পাকা নাইটদের।

LSG vs KKR Live: ১৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১২৫/৭

৯ বলে ১৬ রান করে ফিরলেন অ্যাশটন টার্নার। ১৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১২৫/৭।

LSG vs KKR Live: আউট আয়ুশ

লখনউয়ের আরও একটি উইকেটের পতন। ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন আয়ুশ বাদোনি। ফের উইকেট পেলেন নারাইন। লখনউয়ের স্কোর ১০৯/৬।

IPL Live Score: আউট পুরাণ

লখনউয়ের পঞ্চম উইকেটের পতন। রাসেলের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন নিকোলাস পুরাণ। 

LSG vs KKR Live: লখনউয়ের স্কোর ৭৭/৩

হর্ষিত রানা ফেরালেন কে এল রাহুলকে (২৫ রান)। ৫ রান করে বরুণ চক্রবর্তীর শিকার দীপক হুডা। ৮.২ ওভারে লখনউয়ের স্কোর ৭৭/৩।

IPL Live Score: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৫৫/১

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৫৫/১।

IPL Live Score: রমনদীপের দুরন্ত ক্যাচ, কুলকার্নিকে ফেরালেন স্টার্ক

উড়ন্ত ক্যাচ, দুরন্ত ক্যাচ। মিচেল স্টার্কের বলে আউট অর্শিন কুলকার্নি। দৌড়ে এসে দুরন্ত ক্যাচ লুফে নিলেন রামনদীপ।

IPL Live: প্রথম ওভার শেষে লখনউয়ের স্কোর ১১/০

রান তাড়া করতে নেমে প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১১ রান বোর্ডে তুলল লখনউ সুপারজায়ান্টস। ক্রিজে আছেন রাহুল ও কূলকর্ণী।

IPL Live Score: ২০ ওভারের শেষে কেকেআর তুলল ২৩৫/৬

৬ বলে অপরাজিত ২৫ রান রামনদীপের। ২০ ওভারের শেষে কেকেআর তুলল ২৩৫/৬।

IPL Live: ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৭৯/৪

৮ বলে ১২ রান করে নবীনের বলে ফিরলেন রাসেল। ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৭৯/৪।

KKR vs LSG Live Score: নারাইন ফিরলেন ৩৯ বলে ৮১ রান করে

রবি বিষ্ণোইয়ের ওভারে জোড়া ক্যাচ দিয়েও প্রাণরক্ষা হয়েছিল। অবশেষে সেই ওভারেই ফিরলেন নারাইন। ৩৯ বলে ৮১ রান করে। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৪০/২।

IPL Live: স্টোইনিসের এক ওভারে তিন ছক্কা নারাইনের

মার্কাস স্টোইনিসের এক ওভারে তিন ছক্কা নারাইনের। ১১ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২৯/১।

KKR vs LSG Live: ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১০/১

মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি নারাইনের। ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১০/১।

LSG vs KKR Live: ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭০/১

১৪ বলে ৩২ রান করে ফিরলেন ফিল সল্ট। নারাইন ক্রিজে ১৬ বলে ৩১ রানে। ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭০/১।

IPL Live Score: ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ৫৭/০

মহসিন খানকে পরপর তিন বলে তিন চার সুনীল নারাইনের। শেষ বলে মারলেন ছক্কাও। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ৫৭/০।

IPL Live Score: ২ ওভারে কেকেআরের স্কোর ১৮/০

২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৮ রান তুলে নিল কেকেআর। 

KKR vs LSG Live: প্রথম ওভারে কেকেআর বোর্ডে তুলল ১০/০

ওপেনিংয়ে নামলেন নারাইন ও সল্ট। লখনউয়ের হয়ে প্রথম ওভার বল করতে এলেন মার্কাস স্টোইনিস। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০ রান বোর্ডে তুলল কেকেআর।

IPL Live: কেকেআরকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল

প্রথম সাক্ষাতে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার কেকেআর জিতলেই কার্যত নিশ্চিত হয়ে যাবে প্লে অফের টিকিট। কারণ, ১১ ম্যাচে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে কেকেআর। আর সেই ম্যাচে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল।

IPL Live Score: আজ জিতলেই প্লে অফ কার্যত নিশ্চিত কেকেআরের

১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে রয়েছেন শাহরুখ খানের নাইটরা। আজ জিতলেই প্লে অফ কার্যত নিশ্চিত কেকেআরের। শ্রেয়স আইয়ারদের পয়েন্ট হবে ১৬। লখনউয়ের বিরুদ্ধে তাই আজ জয়ের জন্য মরিয়া কেকেআর।

প্রেক্ষাপট

লখনউ: প্রথম সাক্ষাতে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসকে (LSG vs KKR) হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার লড়াই কে এল রাহুলদের ডেরায়। লখনউয়ের একানায় অটলবিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে। কেকেআর কি ২-০ করতে পারবে? নাকি ঘরের মাঠে প্রতিশোধ নেবে লখনউ?


নির্বাসন উঠে যাওয়ায় এই ম্যাচে কেকেআর পাবে হর্ষিত রানাকে। তরুণ পেসার বল হাতে নজর কেড়ে নিয়েছেন চলতি আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করেছিল কেকেআর। ইডেন গার্ডেন্সের সেই ম্যাচেই নায়ক হয়েছিলেন হর্ষিত। শেষ ওভারে ১৩ রান বাকি, সেই পরিস্থিতিতে হর্ষিতের হাতে বল তুলে দিয়েছিলেন নাইট নেটা শ্রেয়স আইয়ার। ম্য়াচ জিতিয়ে দলকে তাঁর ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন হর্ষিত। তবে সেই ম্যাচে ময়ঙ্ক অগ্রবালকে আউট করে চুমু ছুড়ে দিয়ে বিতর্কে ছড়িয়েছিলেন। আগ্রাসনের রাস্তা থেকে যে হর্ষিত সরবেন না, তা বুঝিয়ে দিয়েছিলেন। পাঞ্জাব কিংস ম্যাচে ফের আগ্রাসন দেখিয়ে এক ম্যাচ নির্বাসিত হন হর্ষিত। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। তবে লখনউয়ের বিরুদ্ধে দলে ফিরবেন।


নাইটরা প্রথমে ব্য়াটিং করলে অঙ্গকৃষ রঘুবংশীকে খেলানো হবে। পরে ইমপ্যাক্ট সাব হিসাবে নামানো হতে পারে বরুণ চক্রবর্তীকে। বাকি দলে খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই।


আগের ম্যাচে আহত কুইন্টন ডি'ককের পরিবর্তে লখনউয়ের হয়ে খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটার অ্যাশটন টার্নার। কে এল রাহুলের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ইনিংস ওপেন করেছিলেন আর্শিন কুলকার্নি। তবে এই ম্যাচেও সম্ভবত খেলতে পারবেন না ময়ঙ্ক যাদব। যশ ঠাকুরকেই খেলানোর সম্ভাবনা।


আরও পড়ুন: স্ট্রাইক রেট প্রসঙ্গে কোহলির মন্তব্যে ক্ষুব্ধ গাওস্কর, একহাত নিলেন আইপিএল ব্রডকাস্টারদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.