Gavaskar on Kohli Strike rate: স্ট্রাইক রেট প্রসঙ্গে কোহলির মন্তব্যে ক্ষুব্ধ গাওস্কর, একহাত নিলেন আইপিএল ব্রডকাস্টারদের
Sunil Gavaskar: বারংবার কোহলির সাক্ষাৎকার দেখিয়ে নিজেদের ধারাভাষ্যকারদেরই কাঠগড়ায় তুলছেন ব্রডকাস্টাররা, দাবি গাওস্করের।
বেঙ্গালুরু: চলতি আইপিএলের (IPL 2024) সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি (Virat Kohli)। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪২ রানের ইনিংসেই বিরাট পুনরায় অরেঞ্জ ক্যাপের দখল নেন। তবে সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও, বিরাটের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তিনি আবার নিজের সমালোচকদের গত সপ্তাহে সেই সমালোচকদের জবাব দেন। এবার তার পাল্টা দিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন বিরাট। তবে স্পিনের বিরুদ্ধে তাঁর দ্রুত গতিতে রান করার ক্ষমতা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। গত সপ্তাহে গুজরাতের বিরুদ্ধে ৭০ রানের ইনিংস খেলার পরেই সমালোচকদের এক হাত নিয়ে বিরাট বলেছিলেন, 'যারা আমার স্ট্রাইক রেট এবং স্পিন খেলার অক্ষমতা নিয়ে কথা বলেন, তারা সম্ভবত সেটাই পারেন। আমার ক্ষেত্রে তো দলকে জেতানোটাই সবথেকে গুরুত্বপূর্ণ।' উক্ত ইনিংসে কোহলি স্পিনারদের বিরুদ্ধে ১৭৯ স্ট্রাইক রেটে ৬১ রান তুলেছিলেন। তারপরেই এহেন মন্তব্য করেন তিনি।
ain't no way gavaskar owned both star sports and kohli on live TV 🤣😭 pic.twitter.com/IiBQaeqRjV
— Dev 🇮🇳 (@time__square) May 4, 2024
টেলিভিশনের বারংবার কোহলির সেই সাক্ষাৎকারটি দেখানো হয়েছে। এবার তা নিয়ে সরব হলেন গাওস্কর। প্রাক্তন ভারতীয় অধিনায়ক আইপিএলের ব্রডকাস্টারদের উদ্দেশে বলেন বারংবার সেই সাক্ষাৎকারটি দেখিয়ে ব্রডকাস্টাররা নিজেদের ধারাভাষ্যকারদের দিকেই আঙুল তুলছে। তিনি বলেন, 'ওই সাক্ষাৎকারটা তো এই চ্যানেলে এর আগেও একাধিকবার দেখানো হয়েছে। আজই তো প্রায় হাফডজনবার এটা দেখানো হয়েছে। আমার মনে হয় স্টার স্পোর্টসের বোঝা উচিত যে এখানে যে সমালোচকদের কাঠগড়ায় দাঁড় করানে হচ্ছে, তাঁরা আসলে এখানের ধারাভাষ্যকার। আপনাদের ধারাভাষ্যকারদের থেকেই প্রশ্নটি করা হয়েছিল।'
তিনি আরও যোগ করেন, 'আপনি যদি প্রথমে ব্যাট করতে নেমে ১৪, ১৫ ওভার পর্যন্ত ১১৮-র স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে তার জন্য় বাহবা চান, তাহলে তো সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু স্টার স্পোর্টস বারংবার সেই ব্যক্তি তাদেরই ধারাভাষ্যকারদের ছোট করছে সেটা দেখানোর বিষয়টা কিন্তু একেবারেই ভাল নয়। তাই স্টার স্পোর্টসের বোঝা উচিত ওরা এটা যথেষ্টবার দেখিয়েছে এবং সেটা সবাই দেখেছেন। আমরা খুব বেশি নয়, তবে অল্পস্বল্প ক্রিকেট খেলেছি। আমরা যা দেখি সেটাই বলি। আমাদের যদি ব্যক্তিগত পছন্দ, অপছন্দ থাকে, তাও আমরা সেটাকে দূরে সরিয়ে রেখে সবটা বিচার করি। এরপরেই যদি স্টার স্পোর্টস আবার এই জিনিসটাকে দেখায়, তাহলে আমি অন্তত খুবই হতাশ হবে, কারণ এখানে আমাদের কাঠগড়ায় তোলা হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে কি মাঠে নামবেন ময়ঙ্ক? তরুণ ফাস্ট বোলারের ফিটনেস আপডেট দিলেন ল্যাঙ্গার