লখনউ: আজ কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। প্রথম দিকে হারের পর জয়ের সরণিতে ফের ফিরেছে সিএসকে। অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টসও প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াই করে যাচ্ছে। চেন্নাই এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে। অন্যদিকে লখনউ রয়েছে পাঁচ নম্বরে। 


কাদের ম্যাচ?


আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপারাজায়ন্টস ও চেন্নাই সুপার কিংস


কোথায় খেলা?


খেলাটি হবে লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।


লখনউয়ের জন্য একটা রেকর্ড ভীষণ টাটকা ছিল। বোর্ডে ১৬০ রান তুললে, সেই রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছিল অনেকবার কে এল রাহুলের দল। তবে দলেএ ব্যাটিং লাইন আপে সমস্যা মিটছে না। কে এল রাহুল ত্রিশের বেশি রান করতে পারলেও সেগুলো বড় রানে পরিণত করতে পারছিলেন না। কুইন্টন ডি ককও রান পাচ্ছেন না সেভাবে আর। আর মার্কাস স্টোইনিস চলতি টুর্নামেন্টে পুরো ফ্লপ।


চেন্নাই অন্যদিকে ব্যাটিং লাইন আপে রুতুরাজ ও শিবম দুবের ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে এগিয়ে চলেছে। তবে রাহানে ও রাচিন রবীন্দ্রর ব্যাটও যেন চলে, সেদিকেই তাকিয়ে থাকবে সিএসকে শিবির।