রাঁচি: আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে হেরে প্লে অফের স্বপ্নভঙ্গ হয়েছিল পাঁচবারের খেতাবজয়ী এই দলটির। আর টুর্নামেন্টে নিজেদের অভিযান শেষ হতেই ফের ব্যক্তিগত জীবনে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনি। রাঁচিতে বাইক চালাতে দেখা গেল প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপস। 


এক সমর্থকের ক্যামেরায় মূলত ধরা পড়েছে ছোট্ট একটি ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে ধোনি তাঁর ইয়ামাহা আর ডি ৩৫০ বাইকে চড়ে নিজের বাড়িতে ঢুকে পড়ছেন। কোথাও হয়ত বেরিয়েছিলেন ধোনি, সেখান থেকেই বাড়িতে ফেরার সময় ক্লিপটি ভাইরাল হয়। উল্লেখ্য, গত রবিবাবরই বেঙ্গালুরু থেকে জিভা ও সাক্ষীকে নিয়ে রাঁচিতে ফেরেন এমএসডি। বিমানবন্দরে ধোনিকে দেখা যায় এসইউভিতে চলে বেরিয়ে যেতে। সেখানেও প্রচুর সমর্থক তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করেছিলেন। 


 






ধোনি নিজে সোশ্য়াল মিডিয়ায় সক্রিয় না হলেও তাঁর স্ত্রী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। তিনি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছেন যে তাঁদের রাঁচিতে বাড়িতে পৌঁছানোর ছবি। বাইক ও গাড়ির প্রতি ধােনির ভালবাসার কথা সবার জানা। রাঁচির হাইওয়েতে বিভিন্ন সময় ধোনিকে দেখা যায় বাইক চালাতে। রাঁচিতে তাঁর নিজের বাড়িতে গ্যারাজে প্রচুর বাইকের সংগ্রহ রয়েছে মাহির। কয়েক মাস আগেই প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ ধোনির গ্যারাজে ঢুকে তাঁর বাইকের সংগ্রহ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। 


উল্লেখ্য, এবারের আইপিএলই ধোনির শেষবার মাঠে নামা ছিল, এমনটাই মনে করছেন অনেকে। সেই মত দেখতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই নিজের শেষ আইপিএল ম্য়াচটি খেলে ফেলেছেন এমএসডি। বিরাট কোহলিও কিছুদিন আগেই এমনই ইঙ্গিত দিয়েছিলেন। সিএসকে- আরসিবি ম্য়াচের আগে তিনি জানিয়েছিলেন, ''সমর্থকদের জন্য ওঁকে খেলতে দেখা ভারতের যে কোনও স্টেডিয়ামে, একটা বড় বিষয়। আমি ও মাহি আরও একবার মাঠে নামতে চলেছে। একে অপরের বিরুদ্ধে খেলতে চলেছি আইপিএলে। কে না জানে যে, এটাই হয়ত শেষবার হতে পারে। আমাদের অসাধারণ কিছু স্মৃতি রয়েছে। কিছু অসাধারণ পার্টনারশিপ গড়েছিলাম আমরা। এটা দারুণ একটা সময় হতে চলেছে আমাদের আরও একবার একসঙ্গে দেখতে পাওয়ার।'' ধোনি পরের মরশুম খেলবেন কি না জানা নেই। তবে সম্ভাবনা কম, বলাই যায়।