চেন্নাই: পাঞ্জাবের বিরুদ্ধে গতকাল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাদের ঘরের মাঠে হেরে যায়। ম্য়াচ হারের পর থেকেই হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। চিপকে ধোনি মাঠে নামলেই চারিদিকে মাহি মাহি শব্দব্রহ্ম শোনা যায়। কিন্তু গতকাল ধোনির অনফিল্ড একটা সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে গতকাল শেষ ওভারে সুযোগ থাকা সত্ত্বেও একটি সিঙ্গলস নিতে অস্বীকার করেন এমএসডি। আর তাতেই চেন্নাই সমর্থকরা সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন।
সিএসকে ব্যাটিংয়ের ২০ তম ওভারে বল করতে এসেছিলেন অর্শদীপ সিংহ। প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেও পরের কয়েকটি স্লোয়ার বল খেলতে পারছিলেন না ধোনি। ওভারের তৃতীয় বলটিতে ডিপ কভারের ওপর দিয়ে একটি শট হাঁকান মাহি। নন স্ট্রাইকারে থাকা ড্যারেল মিচেল পুরো ক্রিজ দৌড়ে ধোনির কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ধোনি শটটি খেলার পর রান নিতে অস্বীকার করেন। মুহূর্তে এই বিষয়টি বুঝতে পেরে মিচেল ফের উল্টো দৌড়ে কোনওরকমে নিজেকে রান আউট থেকে বাঁচান। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকালেও সোশ্য়াল মিডিয়ায় অনেকেই ধোনিকে স্বার্থপর বলেন। মিচলের মত একজন দক্ষ ব্যাটার উল্টোদিকে থাকলেও কেন তিনি কিউয়ি তারকার ওপর ভরসা রাখলেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
অনেকে তো বলেন, "ক্রিকেটে এমন স্বার্থপর ব্যক্তি আর একটিও দেখিনি।''