রাঁচি: বয়স তাঁর ৪২। অথচ দাপটের সঙ্গে খেলে চলেছেন। এই আইপিএলেও চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে যখনই ব্যাট হাতে ক্রিজে নেমেছেন, চার-ছক্কার ফোয়ারা দেখা গিয়েছে। যদিও সিএসকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, যন্ত্রণা উপেক্ষা করেই গোটা আইপিএলে খেলে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।


আইপিএলে (IPL 2024) সিএসকে-র অভিযান শেষ হওয়ার পরই রাঁচি ফিরে এসেছেন ধোনি। দুবাইয়ের একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন ক্যাপ্টেন কুল। তিনি সেখানে বলেছেন, তরুণদের সঙ্গে টক্কর দিতে গেলে ফিটনেসের চূড়ায় থাকতে হয়।


ধোনির কথায়, 'সবচেয়ে কঠিন হল, আমি এখন আর সারা বছর ক্রিকেট খেলি না। তাই আমাকে ফিট থাকতে হয়। মাঠে নেমে আমাকে যাদের সঙ্গে লড়াই করতে হয় তারা তরুণ, ফিট আর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। পেশাদার ক্রিকেট সহজ নয়। বয়সের জন্য আমাকে কেউ ছাড় দেয় না।'


আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তবে আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। ধোনি বলেছেন, 'অবসর নেওয়ার পর প্রথমে ভেবেছিলাম পরিবারের সঙ্গে অনেক বেশি করে সময় কাটাতে পারব। নিজের ইচ্ছেশক্তিগুলো বাঁচিয়ে রাখতে, মন ভাল রাখতে চাষবাস করি, আমি মোটরবাইক পছন্দ করি। এখন ভিন্টেজ গাড়ি নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। এতেই আমার চাপ কেটে যায়।'


ধোনি জানিয়েছেন, পোষ্যরাও তাঁর ভীষণ প্রিয়। কুকুর, ঘোড়া, পাখি, সবই আছে রাঁচির রিং রোডের ধারে ধোনির ফার্ম হাউসে। নিজেকে ফিট রাখতে কড়া ডায়েট মেনে চলেন। ট্রেনিং করেন। তবে সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন। ধোনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কার্যত কিছু দেখেন না।


গত বছর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছিল। তার পরেও এবারের আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স। ব্যাট হাতে অনেকটা নীচের দিকে নামছিলেন। উইকেটের পিছনে দুরন্ত। এখনও সমান ক্ষিপ্র। দুরন্ত স্টাম্পিং করেছেন। ক্যাচ ধরেছেন। দেখলে কে বলবে যে, চল্লিশে চালশে পরে। সমস্ত বদ্ধমূল ধারণাকে গ্যালারিতে উড়িয়ে খেলে চলেছেন ধোনি। ভক্তরাও উন্মুখ হয়ে রয়েছেন পরের আইপিএলেও মাহি ম্যাজিক দেখার জন্য।


আরও পড়ুন: কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের সামনে হায়দরাবাদ, আমদাবাদে শাহরুখ, খেলার দুনিয়ার সারাদিন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।