মুম্বই: আইপিএলে আজ দ্বিতীয় ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ঘরের মাঠে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর দল। টানা তিন ম্য়াচে হারের পর টানা দু ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই। ছন্নছাড়া দলটাকে আবার আগের থেকে অনেক বেশি তরতাজা লাগছে। আগের ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। রান তাড়া করতে নেমে মাত্র ১৫.৩ ওভারে ম্য়াচ পকেটে পুরে নিয়েছিল তারা। চেন্নাই অবশ্য় পাঁচ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত তিনটি জিতেছে। চলতি টুর্নামেন্টে দুটো অ্য়াওয়ে ম্য়াচ খেলেছে রুতুরাজ গায়কোয়াডের দল। দুটো ম্য়াচেই হারতে হয়েছে ধোনিদের। আজ আরও একটা অ্য়াওয়ে ম্য়াচে নামবে হলুদ জার্সিধারীরা।  


কাদের ম্যাচ?


কাল আইপিএলে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস


কোথায় খেলা?


খেলাটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।


মুম্বই নিজেদের ঘরের মাঠে এই নিয়ে টানা তিন নম্বর ম্য়াচ খেলতে চলেছে। আজকের ম্য়াচে নামার আগে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে শিবিরের। একে তো দল জয়ের রাস্তায় ফিরেছে। দ্বিতীয়ত সূর্যকুমার যাদবের দুর্দান্ত কামব্যাক। গত ম্য়াচে ১৯ ম্য়াচে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ডানহাতি মুম্বইকর। যশপ্রীত বুমরা পাঁচ উইকেট নিয়েছেন আগের ম্য়াচে। পার্পল ক্য়াপের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। হার্দিক পাণ্ড্যও আগের ম্য়াচে ৬ বলে ২১ রানের ইনিংস খেলেছেন শেষবেলায় ব্যাট করতে নেমে।


তবে আজ যে মাঠ দু ভাগে বিভক্ত হয়ে যাবে, তা বলাই বাহুল্য। কারণ উল্টোদিকে থাকছেন মহেন্দ্র সিংহ ধোনি। এই ওয়াংখেড়েতেই ২০১১ সালে ছক্কা হাঁকিয়ে বিশ্বজয়ের মুহূর্ত উপহার দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। মাঝে আরব দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চার বছর আগে। তবে এখনও যে মাহির জনপ্রিয়তা কতটা তা প্রশ্নাতীত। বিয়াল্লিশ পেরিয়েও ব্যাট হাতে ঝড় তুলছেন। দিল্লি ম্য়াচেই তার প্রমাণ মিলেছে। আজ রোহিতদের সামনেও কি জ্বলে উঠবে ধোনির ব্যাট?