কলকাতা: রবিবার আইপিএলের (IPL 2024) গ্রুপ পর্বের খেলা শেষ হল। শেষ দিন কৌতূহল ছিল মূলত প্লে অফের লড়াইয়ে অঙ্কটা কী চূড়ান্ত হয় জানার জন্য। কারণ, রবিবারের জোড়া ম্যাচের ওপর নির্ভর করেছিল প্লে অফের সমীকরণ।


কলকাতা নাইট রাইডার্স (KKR) যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে, সেটা জানাই ছিল। কারণ, ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট ছিল শ্রেয়স আইয়ারদের ঝুলিতে এবং প্লে অফে ওঠা বাকি তিন দলের কারওই সেই পয়েন্ট পেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না। প্রশ্ন ছিল, কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের প্রতিপক্ষ কারা হবে, তা নিয়ে। দৌড়ে ছিল দুটি দল। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দুই দলেরই ম্যাচ ছিল রবিবার।


সানরাইজার্স হায়দরাবাদ তাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে দিল। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট হল প্যাট কামিন্সদের। অন্যদিকে, কেকেআরের সঙ্গে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের। সানরাইজার্স জেতার পরই পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে। তাদের সরিয়ে দুই নম্বর জায়গাটা দখল করতে কেকেআরকে হারাতেই হতো সঞ্জু স্যামসনদের। কিন্তু বাদ সাধল বৃষ্টি। অসমের রাজধানী গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বৃষ্টির জন্য ভেস্তে গেল রাজস্থান বনাম কেকেআর ম্যাচ। এক বলও খেলা হল না। তাই পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল দুই দলের মধ্যে। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই থাকল কেকেআর। রাজস্থান ও হায়দরাবাদ, দুই দলই শেষ করল ১৭ পয়েন্টে। কিন্তু রান রেট ভাল থাকায় হায়দরাবাদ রইল পয়েন্ট টেবিলের দুইয়ে। কোয়ালিফায়ার ওয়ানে খেলার যোগ্যতা পেলেন প্যাট কামিন্সরা। রাজস্থান রয়্যালস রান রেটে সামান্য পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে শেষ করল। তারা এলিমিনেটরে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। যারা ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে প্লে অফে উঠেছে।


আইপিএলের নিয়ম হল, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল কোয়ালিফায়ার ওয়ানে খেলবে। সেই ম্যাচে যারা জিতবে, তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটরে। সেই ম্যাচে যে দল হারবে, ট্রফির দৌড় থেকে ছিটকে যাবে। যারা জিতবে, তারা কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার টু। সেই ম্যাচে জিতলে তবে পাওয়া যাবে ফাইনালের টিকিট।


এবারের আইপিএলে প্লে অফের ছবিটা কী দাঁড়াল? কোন দল খেলবে কাদের বিরুদ্ধে? ম্যাচগুলি কবে-কোথায়? জেনে নিন বিস্তারিত - 


কোয়ালিফায়ার ওয়ান


কলকাতা নাইট রাইডার্স vs সানরাইজার্স হায়দরাবাদ


কোথায় ম্যাচ


নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদ


কবে খেলা


২১ মে, মঙ্গলবার


কখন শুরু


সন্ধ্যা ৭.৩০


 


এলিমিনেটর


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর vs রাজস্থান রয়্যালস


কোথায় ম্যাচ


নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদ


কবে খেলা


২২ মে, বুধবার


কখন শুরু


সন্ধ্যা ৭.৩০


 


কোয়ালিফায়ার টু


কেকেআর-এসআরএইচ ম্যাচের পরাজিত দল vs আরসিবি-আরআর ম্যাচের জয়ী দল


কোথায় ম্যাচ


চিপক স্টেডিয়াম, চেন্নাই


কবে খেলা


২৪ মে, শুক্রবার


কখন শুরু


ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০


 


ফাইনাল


কোয়ালিফায়ার ওয়ানের বিজয়ী vs কোয়ালিফায়ার টু-এর বিজয়ী


কোথায় ম্যাচ


চিপক স্টেডিয়াম, চেন্নাই


কবে খেলা


২৬ মে, রবিবার


কখন শুরু


সন্ধ্যা ৭.৩০


আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।