গুয়াহাটি: আইপিএলে ১৬ ম্যাচে ৫৭৩ রান। ৪টি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট? প্রায় দেড়শো। রাজস্থান রয়্যালসের প্লে অফে ওঠার নেপথ্যেও অন্যতম বড় কারণ ছিল তাঁর ব্যাট।


সেই রিয়ান পরাগ (Riyan Parag) এবার বিতর্কে জড়ালেন। তিনি নাকি ইউটিউবে অনন্যা পাণ্ডে, সারা আলি খানদের হট ভিডিও সার্চ করেন। এমনই তথ্য সামনে এসেছে। রবিবার আইপিএল শেষ হয়েছে। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর আইপিএলের মরশুম শেষ হতেই বিতর্কে নাম জড়াল রিয়ান পরাগের। এদিন রিয়ান পরাগ তাঁর একটি গেমিং সেশনের লাইভ করেছিলেন ইউটিউবে। আর সেখানেই দেখা গিয়েছে তাঁর সার্চ হিস্ট্রি। আর সেই সার্চ হিস্ট্রিতে দেখা গিয়েছে দুই বলিউড তারকার নাম।


কী নিয়ে বিতর্ক? সারা আলি খান হট, অনন্যা পাণ্ডে হট লিখে তিনি ইউটিউবে সার্চ করেছিলেন। আর সেটাই এদিন তাঁর লাইভ চলাকালীন দেখা গিয়েছে। সেটা নিয়েই হইচই পড়ে গিয়েছে। এদিন রিয়ান তাঁর গোটা স্ক্রিন শেয়ার করে ফেলেছিলেন লাইভ চলাকালীন। সেখানে তিনি সার্চ হিস্ট্রি মুছে দিতে বা স্ক্রিন হাইড করতে ভুলে গিয়েছিলেন। আর তাতেই ধরা পড়ে যায় তাঁর সার্চ হিস্ট্রি। আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।                           


বিতর্ক শুরু হতেই অসমের তরুণ ক্রিকেটার তাঁর সেই বিতর্কিত ভিডিও ডিলিট করে দিয়েছেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। রীতিমতো ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সকলে প্রবল সমালোচনা করেন।                               


সোশ্যাল মিডিয়ায় রিয়ানকে এই প্রথম নিশানা করা হল, এমন নয়। অতীতেও তিনি ট্রোলিংয়ের শিকার হয়েছেন। নেটিজেনদের সমালোচনার পাল্টা উত্তর দিয়েও আক্রান্ত হতে হয়েছিল তাঁকে। এবার নতুন বিতর্কে জড়ালেন।                                            


আরও পড়ুন: ট্রফি নিয়ে শাহরুখ-গম্ভীর-শ্রেয়সদের কলকাতায় ঘোরার পরিকল্পনা বাতিল, কিন্তু কেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।