বেঙ্গালুরু: আইপিএলের সুপার সানডেতে দুটো ম্য়াচ ছিল। প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংস জয় ছিনিয়ে নিল রাজস্থানের বিরুদ্ধে। দ্বিতীয় ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। চেন্নাই ম্য়াচ জিতে প্লে অফের দৌড়ে প্রথম তিনে থাকল। এখনও একটি ম্য়াচ বাকি তাদের। অন্য়দিকে আরসিবি প্রথম পাঁচে উঠে এল। তাঁদেরও একটি ম্য়াচ বাকি। সবচেয়ে আশ্চর্যের দুটো দলের শেষ ম্য়াচে একে অপরের বিরুদ্ধেই খেলতে নামবে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্য়াচের পর পয়েন্ট টেবিলের কী পরিস্থিতি-

দল ম্যাচ জয় হার পয়েন্ট
কলকাতা নাইট রাইডার্স ১২ ১৮
রাজস্থান রয়্যালস ১২ ১৬
চেন্নাই সুপার কিংস ১৩ ১৪
সানরাইজার্স হায়দরাবাদ ১২ ১৪
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ ১২
দিল্লি ক্যাপিটালস ১৩ ১২
লখনউ সুপারজায়ান্টস ১২ ১২
গুজরাত টাইটান্স  ১২ ১০
মুম্বই ইন্ডিয়ান্স ১৩
পাঞ্জাব কিংস ১২

আজকের ম্য়াচ জেতার সঙ্গে সঙ্গে প্লে অফের দৌড়ে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠল আরসিবি। লখনউ, সানরাইজার্স ও দিল্লি ক্যাপিটালস এই তিনটি দল তৃতীয় ও চতুর্থ দলের জায়গার জন্য় লড়ছিল। কিন্তু এবার সেই তালিকায় আরসিবিও রইল। চেন্নাইকে নিজেদের শেষ ম্য়াচে আরসিবিকে হারালেই হবে না শুধু। নেট রান রেটও একটা বড় ইস্যু বিরাটদের জন্য। প্রথমে ব্যাট করতে নামলে ১৮ রানের ব্যবধানে জিততে হবে তাঁদের। আর যদিও ১৮০ রানের মত তাড়া করতে নামে তবে ১৮.১ ওভারে জয় ছিনিয়ে নিতে হবে বিরাটদের। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ শেষ দুটো ম্য়াচে গুজরাত ও পাঞ্জাবের বিরুদ্ধ খেলতে নামবে। সেক্ষেত্রে তারা যদি দুটোই জেতে তবে ১৬ পয়েন্টে শেষ করবে। তাঁরা সেক্ষেত্রে প্লে অফ নিশ্চিত করে ফেলবে। লখনউ তাদের শেষ ২ ম্য়াচে খেলবে যথাক্রমে দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে তাদেরও ১৬ পয়েন্ট হবে দুটো ম্য়াচই জিতলে। দিল্লির আর একটি ম্য়াচ বাকি। সেক্ষেত্রে লখনউ ম্য়াচ তারা জিতলেও নেট রান রেটে তারা বাকিদের থেকে পিছিয়ে অনেকটাই। তাঁরা আরসিবি ম্য়াচ হারার সঙ্গে সঙ্গে প্লে অফের দৌড়ে সবচেয়ে পিছিয়ে গিয়েছে। অন্য়দিকে সানরাইজার্স ও লখনউয়ের সম্ভাবনা রয়েছে ভীষণভাবে।