বেঙ্গালুরু: আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। এখনও পর্যন্ত বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির দল ৩টি ম্য়াচ জিতে ১টি ম্য়াচ মাত্র জিততে পেরেছিল। তারা প্রথম ম্য়াচে সিএসকের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লখনউ সুপারজায়ান্টস অন্যদিকে ২ ম্য়াচ খেলে একটি ম্য়াচ জিতেছে। লখনউ শিবির প্রথম ম্য়াচে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। 


কাদের ম্যাচ?


কাল আইপিএলে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ 









ম্য়াচটি আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ ৩টায় টস আয়োজিত হবে।


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।


আজকের ম্য়াচে বিরাট কোহলি বনাম ময়ঙ্ক যাদব মহারণ কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। বিরাট এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে আছেন যুগ্মভাবে রিয়ান পরাগের সঙ্গে। নিজের সেরা ফর্মেও রয়েছেন কিং কোহলি। অন্য়দিকে মাত্র ২১ বছর বয়সেই ময়ঙ্ক যাদব আইপিএলে অভিষেকেই নজর কেড়েছেন। ১৫৬ কিমি গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। নিজের প্রথম আইপিএলে ম্য়াচেই ৩ উইকেট নিয়েছেন। গতি দিয়ে বাজিমাত করেছেন তিনি।


বিরাট কোহলি ছাড়া আরসিবি-র টপ অর্ডার ব্যাটিং ছন্দে নেই। আগের ম্যাচে ম্যাড ম্যাক্সের দুবার ক্যাচ পড়ার পরেও বড় রান পাননি। চেন্নাইয়ে ওপেনিং ম্যাচে ঝোড়ো ইনিংস খেলার পরের দুই ম্যাচে রান পাননি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুরন্ত পারফর্ম করে এলেও, এবার আরসিবি-র হয়ে তিন নম্বরে এখনও নজর কাড়তে পারছেন না ক্যামেরন গ্রিন।


উদ্বেগ রয়েছে রজত পাতিদারের ফর্ম নিয়েও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তারপর থেকে তাঁর ব্যাটে রানের খরা। আরসিবির চার বিদেশিকে নিয়ে ধন্দ রয়েছে। প্রথম তিন ম্যাচে পেসার আলজারি জোসেফ ওভার প্রতি ১২ রান করে খরচ করছেন। পেয়েছেন একটামাত্র উইকেট। আকাশ দীপ, লকি ফার্গুসন বা রিস টপলির মধ্যে কোনও একজনকে খেলানোর সম্ভাবনা বাড়ছে।