সিডনি: আইপিএলে তিনি ইতিহাস গড়েছেন। ১৯ ডিসেম্বর দুবাইয়ে মিনি অকশনে গুজরাত টাইটান্সের সঙ্গে প্রবল দর কষাকষির পর তাঁকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এত দাম পাননি কোনও ক্রিকেটার। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিদের মতো কিংবদন্তিও এত দাম পাননি।
তবে রেকর্ড দাম পেয়েও মিচেল স্টার্কের মনে এখনও প্রথম সারিতে রয়েছে টেস্ট ক্রিকেট। টি-টোয়েন্টি নয়। টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেবেন বলেই আট মরশুম তিনি আইপিএলের সংসার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এবার ফিরেই রেকর্ড। তবে স্টার্ক বলে দিচ্ছেন, 'লাল বলের ক্রিকেট এখনও আমার কাছে সকলের আগে।'
মঙ্গলবার থেকে মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়ার সামনে পাকিস্তান। প্রথম টেস্টে ৩৬০ রানে শান মাসুদদের হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের আগেও আত্মবিশ্বাসে ফুটছে অজি শিবির। তার আগে স্টার্ক বলেছেন, 'টেস্ট ক্রিকেট তবে ছাড়ব, সেটা আমার শরীরই জানান দিয়ে দেবে। তবে আগামী বছর খুব বেশি টেস্ট ম্যাচ নেই। এই সিরিজ শেষ হওয়ার পর মার্চে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তারপর ফের পরের গ্রীষ্মে।' যোগ করেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে আইপিএল খেলে ভাল প্রস্তুতি হবে। বিশেষ করে যে মানের ক্রিকেট খেলা হয় ওই টুর্নামেন্টে। সূচি অনুযায়ী পরের বছর অনেক হাল্কা।'
নিলামের টেবিলে ইতিহাস তৈরি করেছে কেকেআর। উচ্ছ্বসিত শাহরুখ খান-জুহি চাওলার দলের সিইও বেঙ্কি মাইসোর। বলছেন, 'একটা সময় ছিল যখন আইপিএলে গোটা দলের জন্য বরাদ্দ থাকত ২০ কোটি টাকা। ২০০৮ সালের কথা বলছি। এখন একজন ক্রিকেটারের দাম উঠছে ২৪.৭৫ কোটি টাকা। ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। নিলামের শেষে সব দলই একশো কোটি টাকা করে খরচ করবে আর সেই অর্থ হিসেব করে ভাগ করে নিলামে নেমেছে সব দল। কোনও একজন ক্রিকেটারের জন্য কত টাকা খরচ করা হল সেটা বড় কথা নয়, সব দলই দিনের শেষে একই টাকা খরচ করছি।'
কেকেআর কর্তা বলেছেন, 'যখন ক্রিকেটার ছাড়া হয়, আমরা কেউ জানিই না বাকি দলগুলি কাদের ছাড়ছে। নিলামে কেউ আগাম কিছু মনঃস্থির করে যায় না। হ্যাঁ, বিকল্প নিশ্চয়ই থাকে। প্রত্যেক দলই পরিকল্পনা করে আসে। কোনও প্লেয়ারের জন্য লড়াইয়ে জিতি, কোনও লড়াইয়ে হারি।'
নিলামে যে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।
কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর।
নিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন।
আরও পড়ুন: প্রথম IPL-এ চ্যাম্পিয়ন, নিলাম থেকে কিনল মাত্র ৫ ক্রিকেটার, কেমন হল রাজস্থান রয়্যালস?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে