জয়পুর: ঘরের মাঠে আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস (Rajastha Royals)। সুপার সানডের প্রথম ম্য়াচ ও চলতি টুর্নামেন্টের চতুর্থ ম্য়াচে আমনে সামনে সঞ্জু স্যামসন ও কে এল রাহুল। অবশ্যই ব্যাটিং লাইন আপের দিক থেকে দেখতে গেলে রাজস্থান শিবির কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। তার অন্যতম কারণ ওপেনিং জুটি জয়সওয়াল ও বাটলার জুটি। দেশের জার্সিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন জয়সওয়াল। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। অন্যদিকে বাটলার যে কোনও সময় এই ফর্ম্য়াটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। এছাড়া সঞ্জু স্যামসন ও মিডল অর্ডারে সিমরন হেটমায়ার রয়েছেন।
মিডল অর্ডারে ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, জেসন হোল্ডারের মত প্লেয়ার রয়েছেন। এঁরা প্রত্যেকেই খেলার রং বদলে দিতে পারেন। ধ্রুব ইংল্য়ান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন টেস্ট সিরিজে। রিয়ান ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে এসেছেন। হোল্ডার তো বিশ্বমানের অলরাউন্ডার। বোলিং ডিপার্টমেন্টে বোল্ট ও অশ্বিনের উপস্থিতি দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়াও চাহাল রয়েছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি চাহাল। অশ্বিনের সঙ্গে তাঁর জুটি কিন্তু যে কোনও ব্যাটিং লাইন আপের সামনে ত্রাস হয়ে উঠতে পারে।
অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টস শিবিরে এবার সবচেয়ে বড় ধাক্কা ছিল গৌতম গম্ভীরের সরে দাঁড়ানো। দেশের প্রাক্তন ওপেনার মেন্টর হিসেবে গত দুই বছর যুক্ত ছিলেন দলের সঙ্গে। তবে এবার গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে ফিরে গিয়েছেন। তবে লখনউ শিবিরে রাহুল নিজে তো রয়েইছেন, এছাড়া বিদেশি ও দেশীয় কিছু প্লেয়ার রয়েছেন, যাঁরা নিজেদের দিনে সেরা। শামার জোসেফ এবার নজরে থাকবেন বিশেষ করে। গাব্বা টেস্টে এক ইনিংসে সাত উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। ওপেনিংয়ে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডি কক তো রয়েইছেন। ভারতীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়ুশ বাদোনি ও রবি বিষ্ণোই রয়েছেন। বিষ্ণোই তো দেশের জার্সিতেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজের জাত চিনিয়েছেন।
শেষ তিন ম্য়াচের সাক্ষাত দুটো দলের মধ্যে দুবার রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নিয়েছে। তার মধ্যে ২০২২ সালে দুবারের সাক্ষাতে দুবারই জয় পেয়েছে স্যামসনের দল। গত মরশুমে রাহুল ব্রিগেড হারিয়েছিল রাজস্থানকে।