আমদাবাদ: আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নেমেছে গুজরাত টাইটান্স (GT vs CSK)। আইপিএলের চলতি মরশুমে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে আজকে জিততেই হবে গুজরাতকে। এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দলের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)। ভেঙে ফেললেন রুতুরাজ গায়কোয়াড় ও সচিন তেন্ডুলকরের রেকর্ড।


৩২ বলে এদিন নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন সাই সুদর্শন। দুরন্ত ছন্দে দেখাচ্ছে তাঁকে। সিএসকের বিরুদ্ধে এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন তিনি। দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। এতদিন সচিন ও রুতুরাজের ৩১ ইনিংসে হাজার রানের গণ্ডি পার করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ছিল। কিন্তু মাত্র ২৫ ইনিংসেই হাজার রানের গণ্ডি পার করে ফেললেন সুদর্শন। অবশ্য সর্বকালীন তালিকায় শীর্ষ রয়েছেন শন মার্শ। তিনি ২১ ইনিংসে হাজার আইপিএল রান করেছিলেন। সর্বকালীন তালিকায় ম্যাথু হেডেনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে হাজার রান করলেন গুজরাত তারকা।


 






 


ম্যাচে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। ঋদ্ধিমান সাহার চোট থাকায় গুজরাত দলে সুযোগ পান ম্যাথু ওয়েড। কার্তিক ত্যাগীও অভিষেক ঘটান। ঋদ্ধির অনুপস্থিতিতে গিলের সঙ্গে ওপেন করতে নামেন সুদর্শন। আর ওপেন করার সুযোগ পেয়েই কিন্তু নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন সুদর্শন। বড় রানের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে গুজরাত টাইটান্স। দুই ওপেনারই দুরন্ত ছন্দে। 


প্রসঙ্গত, এই ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় টস জিততেই কিন্তু জনগর্জণ শোনা যায়। কেন? আসলে রুতুরাজ গায়কোয়াড় এই মরশুমে নাগাড়ে ছয় ম্যাচে টস হেরেছেন। সেই নিয়ে তো রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছিল। তবে অবশেষে সেই ধারা ভাঙল। টস জিতলেন রুতুরাজ। এই নিয়ে চলতি মরশুমে ১২টি আইপিএল (IPL 2024) ম্যাচে মাত্র দ্বিতীয়বার তাঁর টসভাগ্য সহায় হল। রুতু টস জেতার পর মাঠে উপস্থিত জনগণের কিন্তু জোর গর্জন শোনা যায়। তাঁর টস জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়িয়ে পড়েছে।


ম্যাচের সমস্ত লাইভ আপডেটস পেতে ক্লিক করুন এখানে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মরশুমে মাত্র দ্বিতীয়বার টস জিতলেন রুতুরাজ, সোশ্যাল মিডিয়ায় উঠল মিমের ঝড়