সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে যখন কলকাতা নাইট রাইডার্স (KKR vs RR) ২০১২ সালের আইপিএল-এ দলে নিয়েছিল, পরিচিত ছিলেন বিস্ময় স্পিনার হিসাবে। তাঁর কোন বল যে পড়ে ভেতরে আসবে আর কোনটা বাইরে যাবে, হদিশ পেতেন না ব্যাটাররা।
তিনি, সুনীল নারাইন নিজেও ভাবতে পেরেছিলেন যে, সেই তিনিই ব্যাট হাতে সেঞ্চুরি করবেন! হয়ে উঠবেন বোলারদের আতঙ্ক!
ইডেনে মঙ্গলবার যা করে দেখালেন তারকা ক্রিকেটার (Sunil Narine)। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি। রাজস্থান রয়্যালস বোলিংকে খুন করলেন একা হাতে। সেঞ্চুরি করে ব্যাট তুলে কুর্নিশ করলেন টিম মালিক শাহরুখ খানকে (Shah Rukh Khan)। কিংগ খানও বেজায় খুশি। নেচে উঠলেন ব্যালকনিতে দাঁড়িয়ে।
দেখতে দেখতে মনে হচ্ছিল, এ যেন ক্রিকেট নয়, রূপকথা। একটা সময় হতাশায় ক্রিকেট ছেড়ে দেবেন ভেবেছিলেন নারাইন। ত্রিনিদাদ ও টোব্যাগো দলে সুযোগ পাচ্ছিলেন না যে! তবে সেই সময় তাঁকে আগলে রেখেছিলেন বাবা শাদিদ নারাইন। বলেছিলেন, তুমি ব্য়াটিংটাও করো। ভাল করবে। তারপরই আর এক ঝড় নেমে আসে নারাইনের জীবনে। প্রয়াত হন তাঁর বাবা শাদিদ। তখনই ক্যারিবিয়ান তারকা মনে মনে সংকল্প তৈরি করে নিয়েছিলেন যে, বাবার জন্যই ব্যাটিংটাও ভাল করতে হবে।
তবে, বিস্ময় স্পিনার হিসাবে পরিচিতি তৈরি করা নারাইন নিজেও হয়তো ভাবেননি যে, তিনি একদিন টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করে ফেলবেন। তাও এমন একটা বোলিং আক্রমণের বিরুদ্ধে, যে বোলিং আক্রমণে রয়েছেন ট্রেন্ট বোল্টের মতো স্যুইং বোলার, আর অশ্বিন-যুজবেন্দ্র চাহালের মতো স্পিন রত্ন।
শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রান করে আউট হলেন নারাইন। তাঁর জন্যই রানের পাহাড়ে পৌঁছে গেল কেকেআর। প্রথমে ব্যাট করে তুলল ২২৩/৬। নারাইনের ব্যাটিং গোটা মাঠকে এমনই মোহিত করে তুলল যে, প্রবল প্রতিপক্ষ বোল্টও এসে পিঠ চাপড়ে দিয়ে গেলেন। ইনিংসের শেষ দিকে হেলমেট খুলে ব্যাটিং করছিলেন নারাইন। ব্যাট তুলে তিনি গোটা গ্যালারির অভিবাদন গ্রহণ করলেন। আর কুর্নিশ করলেন শাহরুখকে। যেন বার্তা, ম্যায় হুঁ না...
১৩ চার ও ছয় ছক্কায় সাজানো নারাইনের ইনিংস। ৬ ম্যাচে ২৭৬ রান হয়ে গেল তাঁর। ঢুকে পড়লেন অরেঞ্জ ক্যাপের দৌড়েও। ইনিংসের বিরতিতে তিনি বললেন, 'মরশুম শুরুর আগে কেউ যদি বলত অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকব, বলতাম ঠাট্টা করছো।'
তাঁর ব্যাটিং বিস্ফোরণের সামনে অসহায় দেখাল রাজস্থান বোলারদের। সবচেয়ে করুণ পরিণতি হল চাহালের। ৪ ওভারে দিলেন ৫৪ রান। অশ্বিন ৪ ওভারে খরচ করলেন ৪৯। একমাত্র লড়াই করলেন বোল্ট। ৪ ওভারে দিলেন ৩১। তাঁর প্রথম স্পেল খেলতেই পারেননি কেকেআরের ব্যাটাররা। তবু নারাইন ঝড় থামল কই!
আরও পড়ুন: আমার এইরকম হেয়ারস্টাইল চাই, কেকেআরের কোন ক্রিকেটারকে বললেন শাহরুখ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।