আমদাবাদ: আইপিএলের (IPL Auction) নিলামের আর মাত্র দিন দশেক বাকি। তার আগে প্লেয়ারদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে দশ দল। কোচিং স্টাফেও ঘটছে অহরহ বদল। মুম্বই ইন্ডিয়ান্স যেমন কোচ হিসাবে ফিরিয়েছে মাহেলা জয়বর্ধনেকে। দিল্লি ক্যাপিটালস সরিয়ে দিয়েছে রিকি পন্টিংকে। বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় এখন পাঞ্জাব কিংসের কোচ। লখনউ সুপার জায়ান্টস মেন্টর ও বোলিং কোচ করেছে জাহির খানকে। ডোয়েন ব্র্যাভোকে মেন্টর করেছে কলকাতা নাইট রাইডার্স


এবার ঘর গুছিয়ে নেওয়ার পালা গুজরাত টাইটান্সেরও (Gujarat Titans)। তারা ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসাবে নিযুক্ত করল প্রাক্তন এক উইকেটকিপারকে। পার্থিব পটেল (Parthiv Patel)। ভারতের হয়ে খেলেছেন। এবার তিনিই শুভমন গিলদের ব্যাটিং গুরু।


১৭ বছরের সুদীর্ঘ কেরিয়ার। পার্থিব গুজরাতেরই ক্রিকেটার। ঘরের ছেলেকে কাজে লাগাতে প্রস্তুত গুজরাত টাইটান্স। বাঁহাতি ব্যাটার পার্থিব আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন। তাঁর সেই মেজাজ এবার গুজরাত টাইটান্সের ব্যাটারদের মধ্যেও দেখা যাবে বলে আশাবাদী দল।


আরও পড়ুন: রাজ্য টেবিল টেনিসে জোড়া মুকুট অঙ্কুরের, ৪ বছর পর ফিরে চ্যাম্পিয়ন মৌমিতা


গুজরাত টাইটান্স একটি বিবৃতিতে জানিয়েছে, আইপিএলের আসন্ন মরশুমে ব্যাটিং টেকনিক ও কৌশল নিয়ে পার্থিবের জ্ঞান দলের ক্রিকেটারদের মুন্সিয়ানা বাড়াতে বড় ভূমিকা নেবে। দলের কোচিং স্টাফ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে পার্থিবের অন্তর্ভুক্তিতে।


 






৩৯ বছরের পার্থিব জাতীয় দলের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ, ৩৮টি ওয়ান ডে ও ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক - সব মিলিয়ে ২০৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। করেছেন ২৩টি হাফসেঞ্চুরি। ১২৩.৮৪ স্ট্রাইক রেটে রান করেছেন।


প্রথমবার আইপিএলে নেমেই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। তবে গতবার হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন আর দলের অধিনায়ক করা হয় শুভমনকে। সফল হয়নি জিটি।


এবার আইপিএল নিলামের আগে ১৮ কোটি টাকা দিয়ে রশিদ খানকে ও ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে শুভমন গিলকে ধরে রেখেছে গুজরাত। পাশাপাশি রিটেন করা হয়েছে সাই সুদর্শন (৮ কোটি ৫০ লক্ষ টাকা), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি টাকা) ও শাহরুখ খানকে (৪ কোটি টাকা)।


 


 


আরও পড়ুন: বাবা কিংবদন্তি ব্যাটার, বল হাতে নজর কাড়লেন ছেলে, কেরিয়ারে প্রথম ৫ উইকেট


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।