নয়াদিল্লি: আইপিএল ২০২৫ (IPL 2025) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। পরের মরশুমের আগে মেগা নিলামের (IPL 2025 Auction) আয়োজন হবে। তারকাদের দলবদল নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু নিলামটা হবে কবে? কোথায়ই বা বসবে নিলামের আসর?
প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল কলকাতা বা রাজধানী নয়াদিল্লিতে বসতে পারে নিলামের আসর। তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হচ্ছে যে দেশে নয়, বরং দেশের বাইরেই বসতে চলেছে আসন্ন আইপিএল নিলামের আসর। কিন্তু বিদেশে কোথায়? রিপোর্ট অনুযায়ী লন্ডন বা সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল নিলাম আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতীয় বোর্ডের তরফে কিন্তু এখনও নিলামের স্থান বা দেশ না দেশের বাইরে কোথায় আসর বসবে, তা নিয়ে কিছুই জানানো হয়নি।
বিদেশে অবশ্য আইপিএল নিলামের আসর বসা নতুন কিছু নয়। গত বছরের নিলামের আসরই বসেছিল দুবাইয়ে। তবে অতীতে সব বারই ছোট ছোট নিলাম অর্থাৎ 'মিনি অকশান'গুলি দেশের বাইরে আয়োজিত হয়েছিল। এবারের নিলাম দেশের বাইরে হলে এই প্রথমবার মেগা নিলামের ক্ষেত্রে এমনটা হবে। কবে নিলাম আয়োজিত হবে, তা নিয়ে বেশি কিছু জানা না গেলেও, কানাঘুষো শোনা যাচ্ছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে না কি বোর্ড ১৫ নভেম্বরের মধ্যে রিটেন করা খেলোয়াড়দের তালিকা দিতে বলেছে। সেই অনুযায়ী, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে মেগা নিলামের আসর বসতে পারে।
বিগত তিন বছর ধরেই আইপিএল নিলাম দুইদিন ধরে আয়োজিত হয়। এ বারের নিলামও কিন্তু সেই একই পথে হাঁটতে পারে। মেগা নিলামের ক্ষেত্রে এমনটা হওয়া একেবারেই অস্বাভাবিক কিছু নয়। এবার দেখার নিলামে কোন কোন মহাতারকাদের নাম উঠে। জল্পনা অনুযায়ী, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা, কেএল রাহুলের মতো বেশ কিছু বড় বড় নাম এবারের নিলামে উঠতে পারেন। এদের সকলেরই দলবদলের জোর জল্পনা শোনা যাচ্ছে। তবে যতক্ষণ না পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করা খেলোয়াড়দের তালিকা দিচ্ছে ততক্ষণ নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দলীপ ট্রফির ম্যাচে কেএল রাহুল মাঠে নামতেই উঠল 'আরসিবি অধিনায়ক' রব