চণ্ডীগড়: টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি। তবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সচরাচর যেমনটা করে থাকে, এ মরশুমেও তেমনটাই করছে। প্রথমার্ধ হতাশাজনক কাটলেও, টানা ছয় ম্যাচ জিতে দুরন্ত কামব্যাকে প্রথমে প্লে-অফে নিজেদের জায়গা বুক করে পল্টনরা। শুক্রবার, ৩০ মে গুজরাত টাইটান্সকে হারিয়ে আরও আইপিএল ফাইনালে পৌঁছনোর থেকে মাত্র একধাপ দূরে রয়েছে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি। তবে এই ম্যাচের সময় এক দৃশ্য পল্টন সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে।
ম্যাচে ফিল্ডিং করার সময় ১৩তম ওভারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য ম্যাচ খানিকটা সময় থামাতে হয়। মাঠে ফিজিও ছুটে আসেন। তাঁর অবস্থা খতিয়েও দেখেন। এই ঘটনার পরেই সূর্যর ফিটনেস নিয়ে সংশয় দেখা যায়। মাত্র একদিনের বিশ্রাম, তারপরেই রবিবার, কোয়ালিফায়ার ২-এ আবার মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে সূর্যকুমার আদৌ খেলতে পারবেন? উদ্বিগ্ন পল্টন সমর্থকরা। দলের ভোলবদলের পিছনে যে সূর্যকুমারই অন্যতম প্রধান কারিগর। ১৫ ম্যাচে ৬৭.৫০ গড়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭৩ রান করেছেন তিনি। তিনি না খেললে যে তা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বড় ধাক্কা হতে চলেছে, তা বলাই বাহুল্য। সেই কারণেই পল্টন সমর্থকদের উদ্বেগটাও অমূলক নয়।
তবে দলের সমর্থকদের আশ্বস্ত করেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jaywardene)। তিনি স্পষ্ট জানিয়ে দেন সূর্যকুমার ফিট। মাহেলা বলেন, 'আমি যতটা জানি, তাতে চিন্তার কোনও বিষয় নেই। ফিজিও তো আমায় উদ্বেগজনক কিছু বলেনি। ও (সূর্যকুমার) ঠিক আছে। ওকে যদি এক পায়ে দাঁড়িয়ে ব্যাটিং করতে হয়, তাহলেও ও পঞ্জাবের বিরুদ্ধে (কোয়ালিফায়ার ২)-এ খেলবে।'
আইপিএলে তাদের সূচিটা কঠিন মেনে নিলেও, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কারুরই চোটজনিত সমস্যা নেই বলেও জানান মাহেলা। 'আমি জানি আমাদের সূচিটা বেশ কঠিন। তবে আমি যতটা জানি তাতে আমাদের সকলেই সুস্থ ও ফিট রয়েছেন। অল্পস্বল্প টান, খিঁচ এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ফিজিও আমায় কিছুই জানায়নি। এই ছেলেপুলেগুলি সকলেই এক পায়ে দাঁড়িয়েও আমাদের হয়ে খেলতে প্রস্তুত হয়ে যাবে, এই বিষয়ে আমি একেবারে নিশ্চিত।' বলেন লঙ্কান কোচ।
রবিবার, ১ জুন পঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-এ মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক ফর্ম কিন্তু দলের সমর্থকদের আশা জোগাবে। দেখার বিষয় সানরাইজার্স হায়দরাবাদের দীর্ঘসময় পর মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর খেলে শেষমেশ খেতাব জিততে পারে কি না।