চণ্ডীগড়: গতকাল, আইপিএলের এলিমিনেটরে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians) একে অপরের মুখোমুখি হয়েছিল। টানটান ম্যাচে টাইটান্সকে ২০ রানে হারিয়ে পল্টনরা কোয়ালিফায়ার ২-এ নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। ২২ গজে দুই দলের টানটান লড়াই সকলের নজর কাড়ে। তবে ম্যাচের আগের একটি ঘটনাও সকলের নজর কেড়ে নেয়। ঘটনার কেন্দ্রে দুই দলের দুই অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ও হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
এলিমিনেটরে টসের সময় দুই দলের অধিনায়ক টস শেষে করমর্দন করে সৌজন্য বিনিময় করে থাকেন। এদিনও তেমনটাই হওয়ার কথা ছিল। হার্দিক পাণ্ড্য টসের পর শুভমনের দিকে হাত এগিয়ে দেন। তবে শুভমন হার্দিককে সম্পূর্ণভাবে এড়িয়ে পাশ দিয়ে চলে যান। এই খানিক অস্বস্তিকর দৃশ্যই সকলের চর্চার কারণ হয়ে উঠে। অনেকেই শুভমন ও হার্দিকের মধ্যে ইগোর লড়াইয়েরও আভাস পান। তারপর ব্যাটিং ইনিংসের সময় হার্দিকও বেশ উত্তেজিতভাবে গিলের উইকেট সেলিব্রেট করেন। এই ঘটনা গোটা জল্পনায় আরও ইন্ধন জোগায়।
তবে সেইসব জল্পনায় জল ঢাললেন স্বয়ং গিল। গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতেই তিনি হার্দিক পাণ্ড্যর সঙ্গে দুইটি ছবির একটি কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'দুইজনের মধ্যে ভালবাসাই রয়েছে। ইন্টারেনেটে যা যা দেখা যায়, সেইসবটা কিন্তু বিশ্বাসযোগ্য হয় না।' গিলের এই পোস্টে অন্তত আপাতত দুই ভারতীয় তারকার মধ্যেকার সম্পর্ক নিয়ে জল্পনা থামবে।
নিউ চণ্ডীগড়ের এই মাঠে যত রান আইপিএলে (IPL 2025) কোনওদিন ওঠেনি, প্রথমে ব্যাট করে সেটাই তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্লে অফে ওঠার পরই যেন অন্য চেহারা পাঁচবারের চ্যাম্পিয়নদের। দুবার জীবন ফিরে পেয়ে রোহিত শর্মা ব্যাট হাতে আগুন ছোটালেন। ৫০ বলে ৮১ রান করে তিনিই ধ্বংস করে দিলেন গুজরাতের বোলিং। মুম্বই ইন্ডিয়ান্স ২২৮/৫ স্কোর তোলার পর সকলে ধরেই নিয়েছিলেন যে, সহজ ম্যাচ হতে চলেছে।
তার ওপর রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই যখন পিরে গেলেন শুভমন গিল, মাত্র ১ রান করে, মনে হয়েছিল, ম্যাচে একপেশে লড়াই হবে। তবে অন্যরকম কিছু ভেবেছিলেন সাই সুদর্শন। শুক্রবার আইপিএলের এলিমিনেটরে ৪৯ বলে ৮০ রান করলেন সুদর্শন।
হিট উইকেট হওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১০ বলে ২০ রান করে গেলেন। চার নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দর ২৪ বলে ৪৮ রান। তাও ২০৮/৬ স্কোরে আটকে গেল গুজরাত। ২০ রানে ম্য়াচ জিতে কোয়ালিফায়ার টুয়ে জায়গা করে নিল মুম্বই। সাড়া জাগিয়ে শুরু করেও খালি হাতেই ফিরতে হচ্ছে শুভমন গিলদের।