মুম্বই: রিটেনশনের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনেই চমক দেখিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলে ধরে রাখাই শুধু নয়। একইসঙ্গে হার্দিক পাণ্ড্য, যাঁকে অধিনায়ক করা নিয়ে গত মরশুমে সমালোচিত হতে হয়েছিল, সেই হার্দিককেই নতুন মরশুমের আগে ফের অধিনায়ক পদেই বহাল রাখল মুম্বই শিবির। রিটেনশনের তালিকা জমা দেওয়ার দিনই হার্দিক ভিডিও বার্তায় জানিয়েছেন, ''আমি কেরিয়ারে যা কিছু পেয়েছি। তার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অবদান বিশাল। এখানে প্রচুর ভালবাসা পেয়েছি। যা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমার ক্রিকেট কেরিয়ারের শুরু এখান থেকেই হয়েছিল। আমি অনেক কিছু পেয়েছি এখান থেকে। এই দলের সঙ্গে জুড়ে থাকতে পেরে আমি গর্বিত।''


১৬ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যে হার্দিককে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর সঙ্গে রোহিত শর্মাকে রিটেন করতে মুম্বই খরচ করছে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা। আগের মরশুমে হিটম্য়ানকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়েছিল। এরপর থেকেই শোনা যাচ্ছিল যে ২০২৫ আইপিএল মরশুমে হয়ত একেবারেই অন্য দলের হয়ে আইপিএলে মাঠে নামবেন রোহিত। কিন্তু ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার  পর নীতা আম্বানি, আকাশ আম্বানিরা সাদরে বরণ করে নিয়েছিলেন হিটম্য়ানকে। হার্দিক ও সূর্যকুমারকেও শুভেচ্ছা জানানো হয়। এরপরই ধীরে ধীরে বরফ গলতে শুরু হয়। অবশেষে রোহিতকেও দলে ধরে রাখতে সামর্থ্য হল মুম্বই শিবির। হিটম্য়ান বলছেন, "মুম্বইয়ের হয়েই ফের খেলতে নামব, এটা ভেবেই আমি ভীষণ আনন্দিত। আমি এখানে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি। এই মাঠেই আমি আমার ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলাম। এই শহরটা আমার শহর। আমার কাছে ভীষণ স্পেশাল এই শহর। আমি এই শহরের হয়েই খেলতে নামব ফের, এটাই আমাকে বেশি খুশি করেছে।''


রিটেনশনের যে তালিকা রয়েছে, সেই তালিকায় দেখা যাচ্ছে বুমরা সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করা হয়েছ। অন্যদিকে সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যকে ১৬.৩৫ কোটি টাকা দিয়ে রিটেইন করা হয়েছে। রোহিত শর্মাকে ১৬.৩ কোটি টাকা দিয়ে ধরে রাখা হয়েছে। তিলক ভার্মার পেছনে আট কোটি টাকা খরচ করছে মুম্বই ইন্ডিয়ান্স। 


আরও পড়ুন: এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াই লাল হলুদের সামনে