জয়পুর: জয়পুরে সোয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) বিস্ফোরণের হুমকি। এই নিয়ে ছয় দিনে তৃতীয়বার মানসিংহ স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি। বোমা মেরে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল। ঘটনাস্থলে পুলিশ, এটিএস, বম্ব স্কোয়াড।

আইপিএলের (IPL 2025) গ্রুপ পর্বের আরও ১৭টি ম্যাচ খেলা হবে। গতকালই আইপিএল কর্তৃপক্ষের তরফে আইপিএলের পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হয়েছে। ১৭ মে থেকে শুরু হবে আইপিএল। ১৭টি ম্যাচ খেলা হবে ছয়টি মাঠে। দু'টো ডাবল হেডার ম্য়াচ রয়েছে। যা দু'টো রবিবারে খেলা হবে। আইপিএলের এই পরিবর্তিত সূচি অনুযায়ী এই জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামেই গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। পঞ্জাব কিংস এই মাঠে নিজেদের তিনটি ম্যাচ খেলবে। রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবেন শ্রেয়স আইয়াররা। সেই মাঠেই বারংবার বোমাতঙ্ক।

অবশ্য আইপিলের মাঠে এই বোমাতঙ্ক কিন্তু এই প্রথম নয়। ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে কলকাতার ইডেন গার্ডেন্স, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও এর আগে বোম মারার হুমকি এসেছিল।

৯ মে (শুক্রবার) সকাল ৯:০০ টায় দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে (ডিডিসিএ) একটি হুমকি - ইমেল পেয়েছে। যেখানে বলা হয়,  ভারত জুড়ে পাকিস্তানের বিশ্বস্ত বহু স্লিপার সেল রয়েছে। আমরা অপঅপারেশন সিঁদুরের পর তাদের সক্রিয় করা হবে। উড়িয়ে দেওয়া হবে খেলার স্টেডিয়াম। ডিডিসিএ তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েছে। ভারত - পাকিস্তান যুদ্ধের আবহে বাড়তি সতর্ক প্রশাসন। চারিদিকে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতিতে এমন হুমকিতে আতঙ্ক ছড়ায়। 

এর ঠিক দিন দু'য়েক আগে, কেকেআর বনাম সিএসকে ম্যাচের দিন অর্থাৎ ৭ মে, বোম মেরে ইডেন গার্ডেন্সে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র ই-মেল আইডিতে একটি মেল করা হয়েছিল। সেই মেলে হুমকি দেওয়া হয় যে, বোমায় ক্রিকেটের নন্দনকানন উড়িয়ে দেওয়া হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ নিয়ে কোনও উদাসীনতা দেখাতে চায়নি সিএবি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। পুলিশও বাড়তি তৎপরতা শুরু করে। বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা বেষ্টনী।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, 'আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার, পুলিশ নিয়েছে।' স্নেহাশিস জানিয়েছিলেন, হুমকি ই-মেলটি যে আইডি থেকে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত করছেন পুলিশ আধিকারিকেরা। ইডেনে আপাতত আর ম্যাচ নেই, তবে জয়পুরে আছে, আর সেই মাঠেই বারংবার এমন হুমকি নিয়ে যে উদ্বেগ খানিক বাড়ছে, তা বলাই বাহুল্য।