আমদাবাদ: চলতি আইপিএলে সবচেয়ে ধারাবাহিক ওপেনিং জুটি কোনটি? যাঁরা ক্রিকেটপ্রেমী ও এবারের আইপিএলে চোখ রেখেছেন, তারা একবাক্যে স্বীকার করে নেবেন সেই জুটিটি হল গুজরাত টাইটান্সের শুভমন গিল ও সাই সুদর্শন। দুজনেই ব্য়াট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন চলতি মরশুমে। গুজরাতকে প্লে অফে তোলার পেছনেও এবার বিরাট অবদান রয়েছে এই তরুণ জুটির। এতটাই ধারাবাহিক তাঁরা ২২ গজে যে এবার বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের ৯ বছর আগের করা রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে সাই ও গিল জুটির সামনে।
২০১৬ আইপিএল বিরাট কোহলির সেরা আইপিএল ছিল। অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছিলেন। চারটি শতরান হাঁকিয়েছিলেন। ৯৭৩ রান করেছিলেন গোটা টুর্নামেন্টে। এমনকী জুটিতেও মাত করেছিলেন এবিডির সঙ্গে। তাঁরা দুজনে মিলে সেই মরশুমে ৯৩৯ রান করেছিলেন। যেই রেকর্ডও কিন্তু এই মরশুমে অক্ষত মনে হচ্ছে না। এখনও পর্যন্ত চলতি মরশুমে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি গিল ও সুদর্শন ১৩ ম্য়াচে ৮৮৫ রান করেছেন। ৭৬.২৭ গড়ে ব্যাটিং করেছিলেন। তিনটি সেঞ্চুরি পার্টনারশিপ ছাড়াও একটি ২০৫ রানের বিশাল পার্টনারশিপও ছিল তার মধ্য়ে। অর্থাৎ দুজনে মিলে আর ৫৫ রান করতে পারলেই বিরাট ও এবিডির রেকর্ড ভেঙে যাবে। যা এতদিন ধরে ছিল আইপিএলে কোনও এক মরশুমে কোনও জুটির সর্বাধিক রান।
সাই সুদর্শন এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। ১৩ ম্য়াচে এখনও পর্যন্ত ৬৩৮ রান করেছেন তিনি ৫৬.০৯ গড়ে। ১টি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান করেছেন। শুভমন গিল ৬০.১০ গড়ে ৬৩৬ রান করেছেন। ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।
এদিকে, লখনউয়ের বিরুদ্ধে হারতে হয়েছে গুজরাতকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ঘরের মাঠে যখন ২৩৬ রানের লক্ষ্য দেওয়া হল, মনে করা হয়েছিল, এই রানও তাড়া করে দিতে পারে গুজরাত। চেষ্টা করেছিলেন শুভমন, বাটলার, সুদর্শনরা। কিন্তু কেউই বড় রান পেলেন না। টুর্নামেন্টে অপরীক্ষিত গুজরাতের মিডল অর্ডারেও ঝড় তুলেছিলেন এম শাহরুখ খান ও শেরফান রাদারফোর্ড। কিন্তু শেষরক্ষা হল না। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৩৩ রানে হেরে গেল গুজরাত। গুজরাতের প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা থাকবেন কি না, নিশ্চিত নয়।
আরও পড়ুন: কোহলির আচমকা অবসরের সিদ্ধান্ত জেনেই তাঁকে মেসেজে কী লিখেছিলেন স্টোকস?