নয়াদিল্লি: আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে প্রতি আইপিএলের মতো আগামী আইপিএলের আগেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। এবার সেই নিয়ে সোজাসাপ্টা জবাব দিলেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) সিইও কাশী বিশ্বনাথন (Kashi Viswanathan)। 

Continues below advertisement

সিএসকে সিইও কিন্তু জানান ধোনির বর্তমানে অবসর নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি এক পডকাস্টে বলেন, 'না, ও এইবারের আইপিএলের আগে অবসর নিচ্ছে না।' এরপরেই তাঁকে যখন ধোনির অবসরের সম্ভাব্য সময়কাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন কাশী বিশ্বনাথন জানান, 'আমি ওকে এই বিষয়ে জিজ্ঞেস করে তোমায় জানাব।'

রিপোর্ট অনুযায়ী ধোনি নিজের আইপিএল কেরিয়ারের মধুরেণ সমাপয়েৎ করতে আগ্রহী। তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে সংশয় রয়েছে বটে। তবে সব ঠিকঠাক চললে, আগামী মরশুমে অর্থাৎ আইপিএল ২০২৬-এ ফের একবার চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠে নামতে দেখা যাবে। এক্ষেত্রে এক বিশেষ ব্যক্তির কামব্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। তিনি এন শ্রীনিবাসন।  

Continues below advertisement

শুরুর দিকে ধোনির সিএসকে সফরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল শ্রীনবাসনের তাঁর প্রতি আস্থা। তবে এক দশক আগে স্বার্থের সংঘাত জনিত সমস্যা ও বেটিংয়ের অভিযোগে শ্রীনিবাসনকে সিএসকে থেকে সরে দাঁড়াতে হয়। তবে এই বছরের মে মাসেই তিনি ফের একবার সিএসকেতে প্রত্যাবর্তন ঘটান। তাঁর মেয়ে ও তিনি উভয়েই সিএসকের ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন। শ্রীনিবাসনের এই প্রত্যাবর্তনই ধোনিকে তাঁর আইপিএল কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য মুখ্য ভূমিকা নিতে চলেছে বলে খবর।

গত মরশুমে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আহত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনিকেই ফের একবার হলুদ বিগ্রেডকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। তবে আইপিএল ইতিহাসে প্রথমবার লিগ তালিকায় সবার নীচে শেষ করে সিএসকে। সেই হতাশা ঝেড়ে ফেলে ধোনি শেষটা ভালভাবে করতে আগ্রহী বলেই খবর।

এই বছরে সিএসকের মরশুমটা একেবারেই ভাল কাটেনি। ১৪ ম্য়াচের মধ্যে মাত্র চারটি ম্যাচ জিতে মরশুম শেষ করে হলুদ ব্রিগেড। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনও মরশুমে চেন্নাই সুপার কিংস লিগ তালিকায় সবার নীচে শেষ করেছে। পরের মরশুমে নিঃসন্দেহেই ফের একবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে সিএসকে। ধোনিকে যে সেই মরশুমে খেলতে দেখা যাবে, সেটা কার্যত নিশ্চিতই করে দিলেন সিএসকে সিইও।