নয়াদিল্লি: গত মরশুমটা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য একেবারেই ভাল কাটেনি। চ্যাম্পিয়ন হিসাবে মাঠে লিগ তালিকায় আটে শেষ করে কেকেআর। তারপরেই দলের ভাগ্য ফেরাতে বদলের পথে হেঁটেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন। দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছেঁটে ফেলা হয়েছে। নীরবেই সরে গিয়েছেন বোলিং কোচ ভরত অরুণও। এবার দলের অধিনায়কত্বেও বদল হবে?
আপাতত ইংল্য়ান্ডে রমরমিয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়। তারই মাঝে বিরাট খবর। রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স ভারতীয় দলের তারকা কিপার-ব্যাটার কেএল রাহুলকে (KL Rahul) দলে নিতে আগ্রহী। তারকাকে দলে নিতে নাইট কর্তৃপক্ষ ২৫ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি। অন্তত রিপোর্ট এমনটাই দাবি করা হচ্ছে।
আইপিএলের নিলাম এখনও অনেকটাই দেরি। পরবর্তী মরশুম শুরু হতেও প্রচুর সময় বাকি। তবে আইপিএলে ট্রেড উইন্ডো কিন্তু আপাতত খোলা। ট্রেডিংয়ের মাধ্যমে কোনও দলের ক্রিকেটার বর্তমানে অন্য কোনও দলে যোগ দিতেই পারে। সেই ট্রেডিংয়ের মাধ্যমেই কেকেআর রাহুলকে দলে নিতে আগ্রহী বলে খবর।
রাহুল গত মরশুমেই মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিল্লি ক্যাপিটালসে ১৪ কোটি টাকার বিনিময়ে যোগ দিয়েছিলেন। দলের হয়ে বেশ ভাল পারফর্মও করেন তিনি। ১৩ ম্যাচ খেলে তারকা ক্রিকেটার একটি শতরান ও তিনটি অর্ধশতরানের দৌলতে গত মরশুমের আইপিএলে মোট ৫৩৯ রান করেছিলেন। তবে অতীতে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া রাহুল ক্যাপিটালসের অধিনায়কত্ব পাননি।
অপরদিকে, অজিঙ্ক রাহানের নেতৃত্বে কেকেআরও কাঙ্খিত সাফল্য পায়নি। রাহুলকে দলে নিয়ে তাই তাঁকে অধিনায়ক করতে আগ্রহী কেকেআর ম্যানেজমেন্ট। রাহুলের অভিজ্ঞতা এবং দুরন্ত রেকর্ডই তাঁকে কেকেআরের প্রধান টার্গেট করে তুলেছে। রাহুল কেকেআরে যোগ দিলে একসঙ্গে অনেক সমস্যাই মিটবে। কেকেআর গত মরশুমে একটি ম্যাচেও অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ গড়তে পারেনি। ডি কক, গুরবাজ, কেউই কিপার-ব্যাটার হিসাবে তেমন নজর কাড়তে পারেননি। উপরন্তু, রাহানের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। রাহুল এই তিন বিভাগেই দলের বিকল্প হয়ে উঠতে পারেন।
সেই কারণেই রাহুলের জন্য ঝাঁপাতে আগ্রহী কেকেআর। খবর অনুযায়ী রাহুলকে দলে নিতে মরিয়া নাইট শিবিরের তরফে ইতিমধ্যেই রাজধানীর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিরাট অঙ্কের প্রস্তাবও রাখা হয়েছে তাদের সামনে। তবে রাহুলের এই ট্রেডিংটা কেবলই অর্থের বিনিময়ে হবে না, কোনও খেলোয়াড়ও এতে যুক্ত থাকবেন, সেই নিয়ে কিছু রিপোর্ট করা হয়নি।