নয়াদিল্লি: এবারের আইপিএল (IPL 2026) নিলামে তাঁর বিরাট দর উঠতে পারে বলে পূর্বাভাস ছিল। সেইমতোই মিনি নিলামে সর্বাধিক ২৫ কোটি ২০ লক্ষ দামে ক্যামেরন গ্রিন (Cameron Green) বিক্রি হন। কেকেআর তাঁকে বিরাট মূল্যে দলে নেয়। কেকেআর (KKR) কিন্তু ক্যামেরন গ্রিনকে দলে নিতে মরিয়া ছিল এবং সেক্ষেত্রে তাঁর দর নিয়ে তাঁরা বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না বলেই দাবি করেন কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।

Continues below advertisement

আন্দ্রে রাসেলের পর তিন বারের আইপিএল চ্যাম্পিয়নকে গ্রিনই ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদী নায়ার। তিনি আইপিএল নিলামের ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, 'ওর জন্য ঠিক কতটা পর্যন্ত দর হাঁকাতে আমরা প্রস্তুত ছিলাম সেটা বলছি না, তবে আমরা ওর জন্য অল আউট যাব বলেই ঠিক করছিলাম। আমাদের কাছে টাকা থাকলে, খরচ তো করবই। টাকা বাঁচিয়ে আর কী করব। আমাদের পরিকল্পনা ছিল গ্রিনকে পাওয়ার জন্য যা যা করণীয় আমরা সবটা করব, কারণ ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। আন্দ্রে রাসেলের অবসরের পর ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজনের তো প্রয়োজন ছিল। তাই আমরা গ্রিনকে দলে নেওয়ার জন্যই সিদ্ধান্ত নিই।'       

Continues below advertisement

নায়ারের দাবি কেকেআর গ্রিনকে একজন টপ অর্ডার ব্যাটার হিসাবে গণ্য করে যিনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে সক্ষম। 'আমদের হয়ে ক্যামেরন প্রথম তিনে ব্যাট করতে পারে। ও আমাদের হয়ে ৫০০ রান করার ক্ষমতা রাখে। সেই কারণেই তো ওকে নিতে আমরা এত মরিয়া ছিলাম। ওর প্রতিভা সম্পর্কে আমরা অবগত। আইপিএলে তো আগেও ৫০০-র অধিক রান করেছে ও। তাই আমাদের মনে হয় ও ওপরের দিকে ভাল ব্যাট করে আমাজদের অনেকগুলি সমস্যার সমাধান করতে পারে। বিগত কয়েক বছরে আমাদের প্রথম তিন ব্যাটার ৪০০-র অধিক রান করলেই আমরা সাফল্য পেয়েছি, আশা ও আমাদের জন্য বড় রান করতে পারবে'

অভিষেক নায়ার এও দাবি করেন যে ক্যামেরন গ্রিনকে নিলেও কেকেআর বেঙ্কটেশ আইয়ারকেও দলে চেয়েছিল এবং তাঁরা আশা করেছিলেন অন্যান্য দল বাকি খেলোয়াড়দের টার্গেট করতে পারে এবং নাইট বাহিনী অল্প টাকাতেই বেঙ্কটেশকে পুনরায় দলে নিতে পারবে। তবে শেষমেশ আরসিবি দলে নেয় কেকেআর প্রাক্তনীকে।