নয়াদিল্লি: আইপিএলের পরের মরশুম শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই আইপিএলের আসন্ন মরশুমের জন্য় নিলামের দিনক্ষণ নিয়ে জল্পনা শরু হয়ে গিয়েছে। আর নিলামের (IPL Auction) দিনক্ষণের জল্পনার শুরু হওয়ার সঙ্গেই পাল্লা দিয়ে শুরু হয়েছে কোন দল কাকে রাখবে, কাকে ছাড়বে, সেই নিয়ে আলোচনাও।
Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী গত বছর লিগ তালিকায় সবার নীচে শেষ করা দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস একাধিক তারকাকে ছেড়ে দিতে পারে। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছাড়া নিয়ে বহুদিন ধরেই জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। তাঁকে সম্ভবত নিলামের আগে ছেড়ে দেওয়া হবে। রয়্যালসের দুই লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহেশ থিকসানাকে ছেড়ে দেওয়া হতে পারেও বলেও শোনা যাচ্ছে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর খেলা আর অশ্বিন তো অবসর নিয়ে নিয়েছেন। তিনি আসন্ন মরশুমে খেলবেন না।
এছাড়া হলুদ ব্রিগেড দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, ডেভন কনওয়ে, এমনকী ইনফর্ম স্যাম কারানকেও রিলিজ় করে দিতে পারে বলে খবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নেমে গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সও কাঙ্খিত পারফর্ম করতে পারেনি। কেকেআরের তরফে ২৩.৭৫ কোটি টাকায় কেনা হলেও, বেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) পারফরম্যান্স নিয়ে প্রবল প্রশ্ন উঠে। এক মরশুম পরেই কিন্তু বেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হতে পারে এই রিপোর্টে দাবি করা হচ্ছে। পাশাপাশি একই রিপোর্টে বলা হয়েছে মিচেল স্টার্ক, ডেভিড মিলারদেরও তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা রিলিজ় করে দিতে পারে।
গত মরশুমে চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি ক্যামেরন গ্রিন। তবে তিনি চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। আইপিএলেও তারকা অলরাউন্ডার ফিরবেন বলে ধরে নেওয়াই যায়। তাঁকে দলে নিতে কিন্তু প্রবল দর কষাকষি হতে পারে বলে মনে করা হচ্ছে।
হেড, কামিন্সকে বিরাট প্রস্তাব!
গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাড়বাড়ন্ত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। হেনরিখ ক্লাসেন, নিকোলাস পুরানরা এই ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন বলেই একের পর এক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বলে জল্পনা। সেই তালিকায় সামিল হওয়ার জন্য দুই অজ়িকেও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর।
কারা তাঁরা? অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার প্যাট কামিন্স (Pat Cummins) ও ট্র্যাভিস হেডকে (Travis Head ) নাকি লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। বছরে ১০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ কোটি টাকা) দেওয়া হবে। তবে তার জন্য তাঁদের ছাড়তে হবে আন্তর্জাতিক ক্রিকেট। খেলতে হবে শুধু আইপিএল ও বিভিন্ন টি-২০ লিগ। একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র, সিডনি মর্নিং হেরাল্ডে ফলাও করে বেরিয়েছে এই খবর। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সেই প্রস্তাব তাঁরা নাকচ করেছেন বলেই বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে।