আমদাবাদ: করোনার জন্য ২ বছর বন্ধ ছিল। কিন্তু ফের ফিরছে আইপিএলের (IPL 2022) সমাপ্তি অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে এদিন উপস্থিত থাকতে চলেছেন এ আর রহমান, রণবীর সিংহের (Ranveer Singh) মত ব্যক্তিত্ব। মিনিট পয়তাল্লিশের জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে ফাইনালের (Final) টসের আগে। সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। থাকছে একাধিক চমক। খেলা শুরু হবে রাত ৮টা থেকে। বিনোদন জগতের ২ সেরা তারকা এ আর রহমান ও রণবীর সিংহ পারফর্ম করবেন অনুষ্ঠানের মঞ্চে। 


এই প্রথমবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আয়োজন করতে চলেছে আইপিএল ফাইনালে। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল এই মাঠে। কিন্তু এবারই প্রথম আইপিএল ম্যাচ হল। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে রাখা হয়েছে কিছু বিশেষ পরিকল্পনা।


কে কে উপস্থিত থাকছেন?


দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে এই ম্যাচে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তিনি আসবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে উপস্থিত থাকার কথা অমিত শাহর। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল-সহ বোর্ডের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার প্রতিনিধিদেরও হাজির থাকার কথা রয়েছে।


আর কী চমক থাকছে?


এবারই প্রথমবার আইপিএলের মঞ্চে কোনও সিনেমার ট্রেলর লঞ্চ হবে। আমির খান ও করিনা কপূর অভিনীত লাল সিংহ চাড্ডার ছবির ট্রেলর লঞ্চ হবে ম্য়াচের ফাঁকে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময়। 


ফাইনালে মুখোমুখি গুজরাত-রাজস্থান


আইপিএলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। গুজরাতের নেতৃত্বে হার্দিক প্রথমবার অধিনায়কত্ব করছেন আইপিএলে। তাঁর দলও প্রথমবার খেলতে নেমেই ফাইনালে পৌঁছে গিয়েছে। অন্যদিকে ২০০৮ সালের পর ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রাজস্থানের সামনে। 


আরও পড়ুন: আইপিএলে অভিষেকেই বাজিমাত, এক নজরে গুজরাত টাইটান্সের 'রোড টু ফাইনাল'