নয়াদিল্লি: অতীতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার আইপিএলের সঙ্গে যুক্ত হলেন এমএসকে প্রসাদ (MSK Prasad)। আইপিএলে (IPL 2024) লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) উপদেষ্টার পদে নিযুক্ত হলেন তিনি। বৃহস্পতিবার, ১৭ অগাস্টই লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির তরফে এমএসকে প্রসাদকে নতুন পদে নিয়োগের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। প্রতিভা অন্বেষণ ও প্রতিভাধর খেলোয়াড়দের উন্নতির দায়িত্ব থাকবে প্রসাদের। এই বিভাগে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।


প্রসাদকে এই নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে জানিয়ে লখনউ সুপার জায়ান্টসের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'প্রসাদের প্রচুর অভিজ্ঞতা তো রয়েইছে, পাশাপাশি ক্রিকেটীয় কার্যকলাপে ওঁর রেকর্ডও ভাল এবং ওর প্যাশন ওকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এনে দিয়েছে। ভারতীয় জাতীয় দলের হয়ে তো ওঁ খেলেইছেন, পাশাপাশি বিভিন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব সামলেছন। এই সবটাই ওকে আমাদের দলে গুরুত্বপূর্ণ অঙ্গ করে তোলে।'


 






প্রসঙ্গত, এখনও পর্যন্ত মাত্র দুইটি আইপিএল মরশুমে অংশ নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। উভয় মরশুমেই তাঁরা প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়েছিল। তবে খেতাব জিততে ব্যর্থ হয় কেএল রাহুলের নেতৃত্বাধীন। এরপরেই আসন্ন মরশুমের আগে ম্যানেজমেন্টে বদলের সিদ্ধান্ত নেয় লখনউ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দলের কোচিংয়ে রদবদল ঘটেছে। বিগত দুই মরশুমে দলের কোচিংয়ের দায়িত্ব থাকা অ্যান্ডি ফ্লাওয়ারকে তাঁর চুক্তি শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বদলে দলের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। 


গত মাসে ল্যাঙ্গারকে কোচের পদে নিয়োগ করার কথা লখনউয়ের তরফে জানানো হয়। লখনউয়ের দায়িত্ব নিয়ে ল্যাঙ্গার বলেছেন, 'আইপিএলে দারুণ এক সফর করতে চায় লখনউ সুপার জায়ান্টস। সেই সফরে আমাদের সকলের ভূমিকা থাকবে। এই দলের কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত।' জল্পনা চলছে লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরকে নিয়েও। যদিও সরকারিভাবে তিনি এখনও লখনউয়ের সঙ্গেই যুক্ত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সফরের মাঝেই জয় শাহ-রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎ? কী হল তারপর?