মুম্বই : তৃতীয় বলে ছক্কা, চতুর্থ বলে চার, পঞ্চম বলে দুই ও ইনিংসের শেষ বলে আরও একটা বাউন্ডারি। শেষ চার বলে ১৬। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) শেষ ওভারে দেখা মিলেছে ভিনটেজ থালার। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) চেনা ফিনিশার রূপ দেখে মুগ্ধ ক্রিকেটভক্তরা। সোশ্যাল মিডিয়া থেকে প্রাক্তন ক্রিকেটার, সকলেই মজেছেন মাহির চেনা চেহারার প্রত্যাবর্তন দেখে। বিশের (T20) মঞ্চের শেষ ওভারে ধোনির দাপট একসময় ছিল চেনা ছবি। সেই ক্যারিশ্মা যে এখনও বহাল, সেটাই বুঝিয়ে দিলেন মাহি।
শেষ ওভারে মাহি-ম্যাজিক
কুড়ি ওভারের খেলায় শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং ট্র্যাক রেকর্ড এমনিতেই দুর্ষর্ধ। MI-র বিরুদ্ধে CSK-কে ম্যাচ জেতানো ইনিংসে ছক্কা সহ টি২০-র মঞ্চে শেষ ওভারে মোট ৫১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ১৩ বলে অপরাজিত ২৮ রানের ইনিংসের সুবাদে টি২০ ক্রিকেটের বিশতম ওভারে মোট ৬৩৭ রান করা হয়ে গিয়েছে মাহি। আর ইনিংসের শেষপথে যে ধোনির ব্যাটে ঝড় ক্রমশ বাড়ে সেটা কার্যত প্রমাণিত তথ্য। টি২০ ক্রিকেটে শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং স্ট্রাইক রেট ২৪৪।
ঝলকে ২০ ওভারে ধোনি-ধামাকা
- ২০ তম ওভারে ধোনি ছক্কা হাঁকিয়েছেন- ৫১ টি
- ২০ তম ওভারে ধোনির মোট রান- ৬৩৭ রান
- ২০ তম ওভারে ধোনির স্ট্রাইক রেট- ২৪৪