মুম্বই: রেকর্ড গড়ার পথে আইপিএলের (ipl) সম্প্রচার স্বত্ব। প্রথমদিনেই আইপিএলের প্রতিটি ম্যাচের সম্প্রচার স্বত্বের দর ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেল।


সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এখন যা পরিস্থিতি, তাতে সার্বিকভাবে সম্প্রচার স্বত্বের মূল্য ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেটা যদি হয়, তাহলে বিশ্বের যে কোনও খেলার ক্ষেত্রে তা অন্যতম বড় অঙ্ক হবে। ই-নিলামের প্রথমদিনে প্যাকেজ ‘এ’ (সব ম্যাচের জন্য টিভির সম্প্রচার) এবং প্যাকেজ ‘বি’ (ভারতের ডিজিটাল স্বত্ব) মিলিয়ে ৪২,০০০ কোটি টাকার দর হাঁকা হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। সাত ঘণ্টা পরেও তিনটি সংস্থার হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়নি। আগামীকালও সেই লড়াই চলবে। সোমবার রাত বা মঙ্গলবার সকালের দিকে চূড়ান্ত ফলাফল সামনে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 


নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা বলেছেন, 'বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত টিভি স্বত্বের জন্য ম্যাচ পিছু দর হাঁকা হয়েছে ৫৭ কোটি টাকা। যে ক্ষেত্রে বেস প্রাইস ছিল ৪৯ কোটি টাকা। ভারতের ডিজিটাল স্বত্ব তো অভাবনীয় উত্থানের সাক্ষী থেকেছে। প্রতি ম্যাচে ৩৩ কোটি টাকার বেস প্রাইস থেকে ৪৮ কোটি টাকায় দর পৌঁছে গিয়েছে।' সঙ্গে তিনি বলেন, ‘সেই নিরিখে শেষ পাঁচ বছরে দুটি মিলিয়ে যে অঙ্কটা ৫৪.৫ কোটি টাকা ছিল, তা ইতিমধ্যে ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে (১০৫ কোটি টাকার বেশি)। এটা অবিশ্বাস্য। এটা ফের আগামীকাল শুরু হবে।’


প্রথম দুটি স্বত্ব নিলামের প্রক্রিয়া শেষ হলে প্যাকেজ ‘সি’-র (১৮ টি বিশেষ ম্যাচের ডিজিটাল সম্প্রচার স্বত্ব - পোশাকি ভাষায় নন-এক্সক্লুসিভ ডিজিটাল) জন্য ঝাঁপাতে পারে প্যাকেজ ‘বি’-র জয়ী। তারপর প্যাকেজ ‘ডি’ (বিশ্বের বাকি দেশের সম্প্রচার) নিয়ে লড়াই শুরু হবে। ভারতীয় বোর্ডের ওই কর্তা আশাপ্রকাশ করেছেন, যেভাবে এগোচ্ছে, তাতে ৫০,০০০ কোটি টাকার ‘ম্যাজিক ফিগার’ টপকে যেতে পারে। 


আরও পড়ুন: সেমিফাইনালে পাতিদারদের বিরুদ্ধে বাড়তি স্পিনার খেলানোর ভাবনা বাংলা শিবিরে