বেঙ্গালুরু: আইপিএলের নিলামের প্রথম বিডের শেষে অবিক্রিত থেকে গেলেন শাকিব আল হাসান (shakib al hasan)। বাংলাদেশের (bangladesh) এই তারকা অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে (kolkata knight riders) আগের মরসুমে খেলেছিলেন। এবার নিজের বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু তাঁকে কোনও দল এবারের নিলামে প্রথম বিডের পর নেয়নি। শুধু শাকিবই নন। চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও এবার দল পাননি প্রথম দফার নিলাম পর্বের পর। নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন রায়নাও। কিন্তু তিনিও দল পেলেন না।


অন্য়দিকে বিদেশি তারকাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন। শেষ মরসুম পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছে স্মিথকে। কিন্তু এবার তাঁকে নিতে প্রথম বিডের পর কেউ আগ্রহ দেখায়নি। ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয় ও দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলারও রয়েছেন এই তালিকায়। জেসন রয় ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন তাঁর। ডেভিড মিলার ১ কোটি টাকা রেখেছিলেন বেস প্রাইস।


নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।


দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।