কোচি : ক্রিকেটে একের পর এক নিজের রেকর্ড ভাঙার ক্ষেত্রে তাঁর জুড়ি নেই। কঠিন সময়ে দলের তরী পার করাতেও জুড়ি মেলা ভার। এবার আইপিএলের নিলাম ইতিহাসেও নিজের দর নিজেই ছাপিয়ে গেলেন বেন স্টোকস।


টানটান দর কষাকষির শেষে ১৬.২৫ কোটি টাকায় তাঁকে তুলে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এর আগে নিলামে ১৪.৫ কোটি টাকা দর পেয়ে সর্বোচ্চ দরপ্রাপকদের তালিকায় ছিলেন। তবে এবারে নিলামমঞ্চে নিজের দর বাড়িয়ে আরও একটু চোখ ধাঁধালেন বেন স্টোকস (Ben Stokes)।


ইংল্যান্ডের অল রাউন্ডারকে দলে পেতে ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসও। তবে বাকি ফ্র্যাঞ্চাইজিদের টেক্কা দিয়ে শেষপর্যন্ত ধোনি-ব্রিগেড তুলে নিল স্টোকসকে। ২ কোটি টাকার বেস প্রাইজ থেকে শুরু হয়েছিল নিলাম।


প্রসঙ্গত, এবারের নিলামেই স্যাম কারানকে (Sam Curran) ১৮.৫ কোটি টাকার পাঞ্জাব কিংসে ও ১৭.৫ কোটিকে ক্যামেরুন গ্রিনকে (Cameroon Grren) মুম্বই ইন্ডিয়ান্সের কেনা আইপিএলের নিলাম ইতিহাসে সর্বোচ্চ দুই দর হাঁকা। আর তার ঠিক পরেই স্টোকসের ১৬.২৫ কোটি। কাকতালীয়ভাবে, এর আগে আইপিএল নিলামে ক্রিস মরিসের ১৬.২৫ কোটিতে দল পাওয়া ছিল নিলাম ইতিহাসে সর্বোচ্চ দর। নিলাম এগোনোর সঙ্গে নিকোলাস পুরানকে (Nicolas Puran) দলে নিতে ১৬ কোটি টাকা খরচ করে লখনউ সুপার জায়ান্টস।


চেন্নাইয়ের ঘরের মাঠ চিপক স্টেডিয়াম সাধারণত নিচু ও ঘূর্ণিযুক্ত থাকে। তাই বেন স্টোকসকে খেলিয়ে একজন পেসারের অভাব পূরণ করে বাড়তি স্পিনার খেলানোর চেনা ছন্দে ঝুঁকতে পারে সিএসকে। পাশাপাশি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ব্যাট হাতেও কী করতে পারেন, সে সম্পর্কে সকলেই অবগত, তাই প্রয়োজনে ওপেন করা হোক বা মিচল অর্ডারে ঝড় তোলা, সবটাই করতে সক্ষম স্টোকস। চেন্নাই শিবির তাঁকে নেওয়ায় তিনি যে বেশ উচ্ছ্বসিত সেটা বুঝিয়ে ইয়েলো ব্রিগেডে যোগদানের আনন্দে 'ইয়েলো কার্ড' ট্যুইটও করেছেন বেন স্টোকস।






আইপিএল নিলামের সব খবর, আপডেট- সরাসরি