IPL 2023 Auction Live : আইপিএল নিলামে ইতিহাস, সব রেকর্ড চুরমার, কারান, গ্রিন, স্টোকস, পুরান পেলেন বড় দর, দেখুন পুরো তালিকা
IPL নিলামে উঠবেন ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ২৭৩ জন ভারতীয়। আর বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ১৩২। ১০ টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৩০ জন বিদেশি সহ ৮৭ জন ক্রিকেটার নিতে পারবে তাদের স্কোয়াডে।
নেস ওয়াদিয়া বলেছেন, 'বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার স্যাম কারান। এই মুহূর্তে বিশ্বের যে কোনও সেরা দলে স্থান পাবে ও। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা শুধু নয় হয়তো সবথেকে সেরা অলরাউন্ডার স্যাম। ওঁ দলে আসায় দারুণ ভারসাম্য তৈরি হবে। কারণ ব্যাটিং হোক বা বোলিং, যে কোনও বিভাগেই দুরন্ত ক্রিকেটার স্যাম কারান।'
আইপিএল নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স ক্যামরন গ্রিনকে কিনেছে ১৭.৫ কোটি টাকায়। যা বিশ্বাস করতেই কিছুটা সময় লেগে গিয়েছে বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন অজি ক্রিকেটার।
আইপিএলে সর্বকালের সর্বোচ্চ দর পেয়েছেন, পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতেই শুরু করেছিলেন আইপিএল, ফের ফিরতে পেরে উচ্ছ্বসিত স্যাম কারান। চিন্তায় রাতে ভাল ঘুম হয়নি, তবে নিলামের দর জেনে কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরলেন শাকিব আল হাসান। নিলামের শেষপর্বে ১.৫ কোটি টাকায় তাঁকে দলে নিল কেকেআর।
নিলামের শেষপর্বে লিটন দাসকে ৫০ লক্ষ টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
নিলামের দ্বিতীয় রাউন্ডে অ্যাডাম জাম্পাকে ১.৫ কোটি টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস। মুরুগান অশ্বিনকেও দলে নিল তারা।
অবিক্রিত থাকলেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। দল পেলেন না উৎকর্ষ সিংহ, জিতেন্দ্র পাল, সঞ্জয় রামস্বামীরাও।
ডেভিড ওয়াইসকে ১ কোটিতে দলে নিল কলকাতা নাইট রাইডার্স
আয়ারল্যান্ডের ক্রিকেটার জোসুয়া লিটলকে নিতে ৪.৪ কোটি টাকা খরচ করল গুজরাত টাইটান্স। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে প্রবল দর কষাকষির পর দলে নিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি। ৫০ লাখে মোহিত শর্মাকেও দলে নিত তারা।
২০ লাখ টাকায় স্পিনার সুয়াস শর্মাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
২০ লাখ থেকে ১.৮ কোটি। মায়াঙ্ক ডাগারকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
৫০ লাখে পীযূষ চাওলাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স, একই মূল্যে লখনউতে অমিত মিশ্র।
স্যাম কারান (১৮.৫ কোটি), ক্যামরন গ্রিন (১৭.৫ কোটি), বেন স্টোকস (১৬.২৫ কোটি) ও নিকোলাস পুরান (১৬ কোটি), আইপিএলের নিলাম ইতিহাসে সবথেকে বড় দর হাঁকা হল এবারে।
কাইল জেমিসনকে ১ কোটিতে নিল চেন্নাই সুপার কিংস। ৩.২ কোটিতে উইল জ্যাকস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। অবিক্রিত থাকলেন সন্দীপ শর্মা, মহম্মদ নাবি, ট্রাভিস হেড, ডেভিড মালান, ডারেল মিচেল থাকলেন অবিক্রিত।
আইপিএলের পোড় খাওয়া মনীশ পাণ্ডেকে দলে নিতে ২.৪ কোটি টাকা খরচ করল দিল্লি ক্যাপিটালস।
অবিক্রিত থাকলেন মুরুগান অশ্বিন, শ্রেয়স গোপাল, কেএম আসিফ, চিন্তল গাঁধী, মুস্তাবা ইউসুফ, লান্স মরিস। ২০ লাখে হিমাংশু শর্মাকে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বাংলার পেসার মুকেশ কুমারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘ নিলামপর্বের শেষে ৫.৫ কোটি টাকায় মুকেশকে নিল ডিসি। যশ ঠাকুরকে ৪৫ লাখে নিল লখনউ সুপার জায়ান্টস।
৪০ লাখ থেকে ৬ কোটি। প্রথমে কেকেআর, সিএসকে ও তারপর রাজস্থান রয়্যালসের সঙ্গে প্রবল দর কষাকষি করে শিবম মাভিকে ৬ কোটি টাকাতে দলে নিল গুজরাত টাইটান্স।
তরুণ ভারতীয় পেসার বৈভব অরোরাকে ৬০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
কেএস ভরতকে ১.২ কোটিতে নিল গুজরাত টাইটানস। উপেন্দর সিংহ যাদবকে ২৫ লাখে নিল সানরাইজার্স হায়দরাবাদ। অবিক্রিত থাকলেন সুমিত কুমার, দীনেশ বানা ও মহম্মদ আজহারউদ্দিন।
চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের দর কষাকষির ৯০ লাখে এন জগদীশনকে ছিনিয়ে নিল কেকেআর। নিশান্ত সিন্দুকে ৬০ লাখে নিল চেন্নাই সুপার কিংস।
বাংলা রনজি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, প্রিয়ম গর্গ, সৌরভ কুমার, কোবিন বসচ ও শশাঙ্ক সিংহ রইলেন অবিক্রিত।
বাংলা রনজি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, প্রিয়ম গর্গ, সৌরভ কুমার, কোবিন বসচ ও শশাঙ্ক সিংহ রইলেন অবিক্রিত।
অলরাউন্ডডার ভিভরান্ত শর্মাকে দলে নিতে ২.৬ কোটি টাকা খরচ সানরাইজার্স হায়দরাবাদ। নিলামে অংশ নিলেও শেষপর্বে সরে দাঁড়ায় কেকেআর। সানভির সিংহকে ২০ লাখে নিল হায়দরাবাদ।
২০ লাখ টাকায় সাইক রাশিদকে দলে নিল চেন্নাই সুপার কিংস। অবিক্রিত থাকলেন আনমোলপ্রীত সিংহ, চেতন এলআর, শুভম খাজুরিয়া, রোহন কুন্নুমাল ও হিম্মত সিংহ।
২ কোটিতে আদিল রশিদ ও ৫০ লাখে মায়াঙ্ক মার্কান্ডেকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বোলারদের মধ্যে প্রথম রাউন্ডের নিলামে অবিক্রিত থাকলেন অ্যাডম মিলনে, আকেল হোসেন, তাবরেজ শাসমি ও মুজিব রহমান।
৫০ লাখ খরচ করে জয়দেব উনাদকাতকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস, একই মূল্যে ইশান্ত শর্মাকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
২ কোটিকে ফিল সল্টকে দলে নিল দিল্লি ক্যাপিটালস, রিস টপলেকে তুলে নিতে ২ কোটি খরচ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
প্রথম রাউন্ডের নিলামে অবিক্রিত থাকলেন টম ব্যান্টন ও ক্রিস জর্ডন। ইংল্যান্ডর দুই ক্রিকেটারকে নিতে উৎসাহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজিই।
হেনরিখ ক্লাসেনকে ৫.২৫ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ
দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে প্রবল দর কষাকষি চলে ওয়েস্ট ইন্ডিজের কিপার-ব্যাটসম্যানকে নিয়ে। শেষপর্যন্ত ক্যারিবিয়ান নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকায় কিনে নিল লখনউ।
অবিক্রিত থাকলেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস।
ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকসকে পেতেও প্রবল দর কষাকষি। শেষ পর্যন্ত ১৬.২৫ কোটিতে তাঁকে নিল চেন্নাই সুপার কিংস।
আইপিএল নিলাম ইতিহাসে জোড়া সর্বোচ্চ দর। স্যাম কারেনকে নিতে ১৮.৫ কোটি খরচ করল পাঞ্জাব কিংস। পাশাপাশি ১৭.৫ কোটিকে ক্যামেরুন গ্রিনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। এর আগের ক্রিস মরিস (১৬.২৫ কোটি), যুবরাজ সিংহ (১৬ কোটি), প্যাট কামিন্স (১৫.৫ কোটি), ইশান কিশান (১৫.২৫ কোটি), কাইল জেমিসন (১৫ কোটি) ও বেন স্টোকসের (১৪.৫ কোটি) নিলামের দর ছিল আগের নিলামগুলিতে সর্বোচ্চ দর।
মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে নিলাম টেবিলে প্রবল দর কষাকষির পর ক্যামেরুন গ্রিনকে ১৭.৫ কোটি টাকায় কিনল এমআই।
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের প্রবল দর কষাকষির পর জেসন হোল্ডার ৫.৭৫ কোটি টাকার কিনল রাজস্থান রয়্যালস
৫০ লাখে ওডেন স্মিথকে নিল গুজরাত টাইটানস, একই মূল্যে সিকান্দার রেজা পাঞ্জাব কিংসে
চোখ ধাঁধানো- নিলামে। পলক পরার সঙ্গেই কার্যত চলত নিলামের ব্যাটন তোলা। স্যাম কারানকে দলে পেতে প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পরে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের প্রবল দর কষাকষি চলল। শেষপর্যন্ত ইংল্যান্ডের অলরাউন্ডকে ১৮.৫ কোটি টাকার বিপুল অর্থে নিল পাঞ্জাব কিংস। আইপিএলের নিলাম ইতিহাসে যা সর্বোচ্চ।
অবিক্রিত থাকলেন সাকিব আল হাসান ।
দল পেলেন না জো রুট । প্রথম রাউন্ডের নিলামে ইংল্যান্ডের ব্যাটসম্যানকে নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি।
মায়াঙ্ক আগারওয়ালকে ৮.২৫ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ
আইপিএল নিলামে অবিক্রিত রিলি রুসউ
জো রুটের ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। ফের অবিক্রিত।
হ্যারি ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ
কেন উইলিয়ামসকে ২ কোটি টাকায় কিনল গুজরাত টাইটান্স
শুরু হল ২০২৩-এর আইপিএলের নিলাম
২০১৮ সালে কোনও ফ্যাঞ্চাইজিতেই যেতে পারেননি। ফের ময়দানে আসতে পারেন জো রুট।
নিজের দলকে শক্তিশালী করার স্ট্র্যাটেজি সবসময়ই থাকে, বললেন গৌতম গম্ভীর
কখন-কোথায় দেখবেন আইপিএলের 'মিনি' নিলাম?
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২.৩০টায় শুরু হবে নিলাম।
টিভিতে কোথায় দেখা যাবে আইপিএল নিলাম?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে আইপিএল নিলাম দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই নিলাম?
অনলাইনে জিও সিনেমায় নিলাম দেখা যাবে।
এবছর নিলামের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে হিউ এডমিডস। গত বছর নিলাম চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
আইপিএল নিলাম থেকে নাম তুলে নিলেন বেন ম্যাকডারমট।
দশ ফ্র্যাঞ্চাইজি। ৮৭ শূন্যস্থান। আর সেগুলি পূরণ করার দৌড়ে ৪০৫ ক্রিকেটার।
গত বারের মতো বড় নিলাম নয়, এ বার তুলনামূলক ছোট আকারের নিলাম আয়োজিত হবে
কোন তারকা কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবে, আজই তা নির্ধারিত হয় যাবে
শ ফ্র্যাঞ্চাইজি। ৮৭ শূন্যস্থান। আর সেগুলি পূরণ করার দৌড়ে ৪০৫ ক্রিকেটার। ২০২৩ আইপিএলে কোন দল কীরকম শক্তিশালী হবে, তার আভাস পাওয়া যেতে পারে শুক্রবারই।
অঙ্ক কষে বাজিমাত করবে কোন দল? কখন-কোথায় দেখবেন আইপিএলের 'মিনি' নিলাম?
আজ দুপুর আড়াইটে থেকে কোচিতে আইপিএলের নিলাম। নজর থাকবে বেনস্তোকস, কেন উইলিয়াম সনস, সাকিব আল হাসান, মায়াঙ্ক আগারওয়ালের মতো একাধিক ক্রিকেটারের কোন ফ্যাঞ্চাইজিতে যান সেদিকে।
প্রেক্ষাপট
কোন ফ্র্যাঞ্চাইজি তুলে নিল কোন ক্রিকেটারকে ? আইপিএল ২০২৩-এর মহাযুদ্ধে নামার আগে কোন দল হল ঠিক কীরকম? শুক্রবার দুপুরে আগামী আইপিএলের নিলাম-পর্ব (IPL 2023 Auction)। ক্রিকেটার ধরে রাখার-ছেড়ে দেওয়ার প্রাথমিক পর্ব শেষ হয়েছে এর আগেই। আপাতত এবারের নিলামে দলের ভারসাম্য তৈরিতে বাকি শূন্যস্থান ভরাটের কঠিন প্রতিযোগিতায় নামবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) দশ ফ্র্যাঞ্চাইজি।
কোচি শহরে আয়োজিত নিলামে উঠবেন ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ২৭৩ জন ভারতীয়। আর বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ১৩২। নিলামে উঠতে চলা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জন ক্যাপড আর বাকি ২৮২ জনই আপক্যাপড। ১০ টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৩০ জন বিদেশি সহ ৮৭ জন ক্রিকেটার নিতে পারবে তাদের স্কোয়াডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -