কোচি: আইপিএলের (IPL) সর্বকালের সব থেকে বেশি দামে বিক্রি হলেন স্যাম কারান (Sam Curran)। ক্রিস মরিসের (১৬ কোটি ২৫ লক্ষ) অতীত রেকর্ড ভেঙে ১৮ কোটি ৫০ লক্ষ টাকার রেকর্ড মূল্যে কারানকে দলে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। কারানের জন্য চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স, উভয়ই দর হাঁকিয়েছিল, তবে শেষ হাসি হাসল পঞ্জাব কিংসই।
রেকর্ড দরে প্রত্যাবর্তন
২০১৯ সালে পঞ্জাব কিংসের হাত ধরেই আইপিএলে স্যাম কারানের আগমন ঘটেছিল। পঞ্জাবের হয়ে হ্যাটট্রিকও করেছিলেন কারান। পরে তাঁকে চেন্নাই সুপার কিংস দলে নেয়। গত মরসুমে চোটেরা কারণে খেলতে পারেননি কারান। তবে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কারান দুরন্ত বোলিং করেছিলেন। বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হন কারান। তাই আইপিএলে যে তাঁর জন্য অনেক দলই বড় দর হাঁকাবে সেই সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাকে সত্যি করেই আইপিএলের সর্বকালের সবথেকে বেশি দামে বিক্রি হলেন কারান।
কারান এই বছরের সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। চেন্নাই, মুম্বইয়ের তাই তাঁর প্রতি আগ্রহ থাকাটাই খুব স্বাভাবিক ছিল। সিএসকে এমনিতেই নিজেদের দলের হয়ে অতীতে খেলা খেলোয়াড়দের জন্য নিলামে দর হাঁকিয়েই থাকে। কারানের জন্য তাই কড়া দর হাঁকাহাঁকি চলে। মুম্বই ইন্ডিয়ান্স কারানের জন্য ১৮ কোটি টাকা পর্যন্ত দর হাঁকিয়েও শেষমেশ সরে আসে। ২৪ বছর বয়সি তারকাকে দলে নিল পঞ্জাব।
শাহরুখের বার্তা
শুক্রবার আইপিএলের (IPL) 'মিনি' নিলাম। তার আগে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিজের আবেগ, অনুভূতি জানালেন দলের অন্যতম মালিক শাহরুখ খান। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ তাঁর দলের পারফরম্যান্স নিয়ে অনুভূতি ভাগ করে নিয়েছেন রবিন উথাপ্পার সঙ্গে। সেই উথাপ্পা, যিনি নিজে একসময় কেকেআরের চ্যাম্পিয়ন টিমের ক্রিকেটার ছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে শাহরুখ বলেছেন, ‘আমি কেকেআর ম্যাচ দেখে অনুপ্রাণিত হই। আবার মাঝে মাঝে বিষণ্ণও হয়ে যাই।' শাহরুখ হেরে যোগ করেছেন, 'জ্ঞান আমি দিতেই পারি। তবে হারের পর আর আমার কিছুই ভাল লাগে না।’