যার প্রতিফলন দেখা গেল কায়রন পোলার্ডের মধ্যেও। টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ক্যারিবিয়ান তারকা। ১৫ ম্যাচে ২৫৯ রান করেছেন। হাফসেঞ্চুরি ১টি। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ১৯০.৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন পোলার্ড। যা টুর্নামেন্টে প্রথম একশো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে ৪টি উইকেটও নিয়েছেন। এমনকী, চোটের জন্য টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে যখন রোহিত শর্মা খেলতে পারেননি, তখন মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের সঙ্গে নেতৃত্বও দিয়েছেন পোলার্ড।
সেই পোলার্ডের একটা ছবি রবিবার ভাইরাল হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ছবিটিতে দেখা যাচ্ছে স্ত্রী জেনার কোলে মাথা রেখে হোটেলের লনেই ঘুমিয়ে পড়েছেন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ক্যাপশনে লেখা হয়, ‘ঝড়ের আগে নিস্তব্ধতা। ১০ নভেম্বর (আইপিএল ফাইনাল) বিস্ফোরণের অপেক্ষা।’
একদিনের মধ্যে ছবিটি ইনস্টাগ্রামে প্রায় ৫ লক্ষ মানুষ লাইক করেছেন।